Kangana Ranaut: 'যে যতই বাতেলা মারুক! কালো মেয়ের কদর নেই বলিউডে', মোনালিসা প্রসঙ্গে বিস্ফোরক কঙ্গনা...
Kangna Ranaut on Monalisa: যেখানে একসময় স্মিতা পাটিল, রেখা থেকে শুরু করে কাজল, বিপাশা বসু, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীদের পেয়েছে বলিউড, সেখানে এখন সব নায়িকাই ফর্সা। মহাকুম্ভের মোনালিসার প্রসঙ্গ টেনে প্রশ্ন কঙ্গনার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবছরের কুম্ভমেলা নানা কারণে প্রথম দিন থেকেই খবরের শিরোনামে। কখনও সেই মেলায় হাজির হচ্ছেন সিনে তারকারা, কখনও আবার নেতারা। এছাড়াও ভাইরাল হয়েছেন একাধিক ব্যক্তি, যাদের মধ্যে উল্লেখযোগ্য ফুল বিক্রেতা মোনালিসা। তাঁর ডাস্কি বিউটি, নীল চোখ ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। তাঁকে ঘিরে প্রায়ই শোনা যাচ্ছে একাধিক খবর। এবার সেই প্রসঙ্গে বলিউডকে ফের কটাক্ষ কঙ্গনার।
আরও পড়ুন- Jeetu Kamal: নবনীতা অতীত! '৬ বছর পর ফের প্রেমে পড়েছি', আবারও অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জীতু?
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে শ্যামবর্ণা অভিনেত্রীর অভাবের কথা উল্লেখ করে সমালোচনা করেন কঙ্গনা। যেখানে একসময় স্মিতা পাটিল, রেখা থেকে শুরু করে কাজল, বিপাশা বসু, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীদের পেয়েছে বলিউড, সেখানে এখন সব নায়িকাই ফর্সা। ইনস্টাগ্রামে বলিউডের উদ্দেশ্য়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।
কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, "এই তরুণী মোনালিসা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ইন্টারনেট একটি সেনসেশন হয়ে উঠেছে। আমি ছবি এবং সাক্ষাত্কারের জন্য তাকে হয়রানি করা লোকদের যতটা ঘৃণা করি, কিন্তু বিষয়টা আমায় ভাবাচ্ছে, যে গ্ল্যামার বিশ্বে ডাস্কি ভারতীয় টোনের মহিলার প্রতিনিধিত্ব রয়েছে? অনু আগরওয়াল, কাজল, বিপাশা, দীপিকা বা রানি মুখোপাধ্যায়ের মতো তরুণ অভিনেত্রীদের ভালোবাসেন তাঁরা? সব অভিনেত্রীকে শ্বেতাঙ্গ নারীর মতো ফ্যাকাশে দেখায় কেন, এমনকি যারা তাদের যৌবনে কালো ছিল? কেন মানুষ মোনালিসাকে যেভাবে দেখছে, সেভাবে নতুনদের কিংবা তাঁদের স্কিন টোনকে মেনে নিতে পারে না? লেজার ইঞ্জেকশন সঙ্গে এত যে ট্রিটমেন্ট ফর্সা হওয়ার এগুলো কেন করায়?"
প্রসঙ্গত, কঙ্গনার যুক্তিকে উড়িয়ে দেওয়া যায় না। কারণ বলিউডে মেলানিন ট্রিটমেন্ট বহু পুরনো। রেখা থেকে কাজল, অনেকেই এই ট্রিটমেন্টের মাধ্যমে নিজেদের গায়ের রঙ কালো থেকে ফর্সা করেছেন। তাই এই ছুঁত্মার্গ যে বলিউডের রন্ধ্রে, তা অস্বীকার করার উপায় নেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)