'অপেক্ষা করছি কখন ব্যান করবে', Instagram পোস্ট ডিলিটের পর Kangana

'কোভিড ফ্যান ক্লাব! দারুণ তো...!'

Updated By: May 11, 2021, 07:28 AM IST
'অপেক্ষা করছি কখন ব্যান করবে', Instagram পোস্ট ডিলিটের পর Kangana

নিজস্ব প্রতিবেদন: টুইটারে আগেই ব্যান হয়েছেন কঙ্গনা। এবার তাঁর পোস্ট ডিলিট করেছে ইন্সটাগ্রামও। সোশ্যাল মিডিয়ার বিতর্ক যেন পিছুই ছাড়ছেনা অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)। ইনস্টাগ্রামে তাঁর পোস্ট ডিলিট (Instagram Post Delete) হওয়া নিয়ে তোপ দেগে পাল্টা ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী। ঠিক কী ঘটেছিল? শনিবার সোশাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান কঙ্গনা। তিনি বলেন, 'শরীরের মধ্যে যে ভাইরাসটা পার্টি শুরু করে দিয়েছে বুঝতেই পারিনি। এবার বুঝে গেছি। খুব শীঘ্রই একে ধ্বংস করব।' এরপরই তিনি দাবি করেন, 'করোনা সাধারণ জ্বর মাত্র। সংবাদমাধ্যম বাড়াবাড়ি করছে। আতঙ্কিত হবেন না। তাহলে সে বেশি ভয় দেখাবে।' এরপরই শুরু হয়ে বিতর্ক। নেটিজেনদের দাবি, করোনার মতো মারণরোগকে তিনি কী করে সাধারণ জ্বর বলছেন! রবিবার কঙ্গনার সেই স্টোরিই ডিলিট করেছে ইনস্টাগ্রাম।

আরও পড়ুন: সলমনের পরিবারে করোনার থাবা, আক্রান্ত ২ বোন অলভিরা-অর্পিতা
আরও পড়ুন: স্বস্তিকার পথে হেঁটে এবার রক্ত দিলেন নীল-তৃণাও

বরাবরের মতোই বিদ্রুপের আশ্রয় নিয়ে পাল্টা পোস্ট করেছেন অভিনেত্রী। 'আমার ইনস্টাগ্রাম পোস্টে অনেকে দুঃখ পেয়েছেন। তাই ডিলিট করে দিল। মানে সন্ত্রাসবাদী, কমিউনিস্ট, সমব্যাথী শুনেছিলাম কিন্তু কোভিড ফ্যান ক্লাব! দারুন তো। এই সবে দুদিন হল ইনস্টাগ্রামে পোস্ট করেছি। মনে হয়না এক সপ্তাহের বেশি টিকব।' এখানেই থামেননি কঙ্গনা। তিনি আরও বলেন, 'ইনস্টাগ্রামে সকলেই পুঁজিবাদের শিকার। কারও মানবিক মূল্যবোধ-সহানুভূতিটুকু নেই। দেশকে অসম্মানিত করে তুলছে এঁরা। আমি অপেক্ষা করছি কখন ইনস্টাগ্রাম আমাকে ব্যান করবে। এটা আমার পক্ষে সম্মানের।'

.