বয়স ও লিঙ্গ ভুল, কণিকার কোভিড ১৯ পজিটিভ রিপোর্ট নিয়ে প্রশ্ন গায়িকার পরিবারের
এসবের মাঝেই কণিকার রিপোর্ট কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন তুললো গায়িকার পরিবার।
নিজস্ব প্রতিবেদন : বলিউডের খ্যাতনামা গায়িকার করোনা আক্রান্ত হওয়ার খবরে আপাতত সরগরম গোটা দেশ। তবে তার থেকেও বেশি আলোচনায় উঠে আসছে তাঁর দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ, লন্ডন থেকে ফিরে ৩০০ জনের পার্টি করা, ঘুরে বেড়ানো, হাসপাতাল কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার সহ হাজারো তথ্য। এসবের মাঝেই কণিকার রিপোর্ট কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন তুললো গায়িকার পরিবার।
গায়িকার পরিবারের দাবি, কণিকাকে করোনা আক্রান্ত চিহ্নিত করে যে রিপোর্ট তাঁরা পেয়েছে, তাতে বয়স ও লিঙ্গ দুটোই ভুল রয়েছে। রিপোর্টে কণিকার বয়স ৪১ এর বদলে ২৮ দেওয়া রয়েছে, আর লিঙ্গ পুরুষ। যার দুটোই ভুল। তাই কণিকার convid-19 পজিটিভ-এর রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলছে তাঁর পরিবার।
আরও পড়ুন-হাসপাতাল কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ, ৫তারা হোটেলের সুবিধা চাইছেন কণিকা!
যদিও কণিকা কাপুরের পরিবার যে প্রশ্ন তুলেছে, সেবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও বক্তব্য সামনে আসেনি। প্রসঙ্গত, গত ২০ মার্চ কণিকা কাপুরের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। তাঁর জ্বর আসছিল এবং আরও বেশকিছু উপসর্গ দেখা দিয়েছিল বলে জানা যায়। এরপরই শারীরিক পরীক্ষা করে covid-19 পজিটিভ আসে। তখন থেকে তিনি হাসপাতালেই রয়েছেন।
আরও পড়ুন-করোনা আর বউ-এর ভয়ে অনুপম খেরের বাড়িতে ঢুকলেন না অনিল কাপুর!