Akshay Kumar: হাতে ত্রিশূল-ডমরু! নীলকণ্ঠ অবতারে তাণ্ডব করতে আসছেন অক্ষয়...
Kannappa Poster: এবার তেলুগু ইন্ডাস্ট্রি কাঁপাতে আসছেন বলিউডের 'খিলাড়ি'। প্রকাশ্যে এল অক্ষয় কুমারের 'কান্নাপ্পা'র প্রথম লুক। যা দেখে অভিনেতার ফ্যানেদের প্রত্যাশা দ্বিগুন বেড়ে গিয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত তিন দশক ধরে বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন সুপারস্টার অক্ষয় কুমার। ক্যারিয়ারে এই প্রথম তিনি তেলুগু ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিতে চলেছেন। সম্প্রতি প্রকাশ্যে এল সেই ছবির প্রথম পোস্টার। ছবির নাম 'কান্নাপ্পা'। গত বছরেই অক্ষয়ের অভিনয়ের কথা জানিয়েছিলেন ছবির নির্মাতারা।
সোমবার সকালেই এল ছবিতে অভিনেতার প্রথম লুক। এক হাতে ত্রিশূল, অন্য হাতে ডমরু নিয়ে নীলকণ্ঠ শিবের অবতারে দাঁড়িয়ে অক্ষয়। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা নিজেই পোস্টারটি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, 'কান্নাপ্পা’-র জন্য মহাদেবের পবিত্র আভায় পা রাখা। এই মহাকাব্যিক কাহিনিকে জীবন্ত করে তুলতে পেরে যারপরনাই সম্মানিত। প্রার্থনা করি, ভগবান শিব আমাদের এই ঐশ্বরিক যাত্রায় যেন পথ দেখান। ওম নমঃ শিবায়!'
পোস্টারটি সামনে আসা মাত্রই দর্শকদের উত্সাহ দ্বিগুণ বেড়ে যায়। এর আগেও অক্ষয়কে 'ও মাই গড' ছবিতে কৃষ্ণের ভূমিকায় এবং 'ও মাই গড-২'তে মহাদেবের ভূমিকায় দেখা গিয়েছিল। এই দুই ছবিই বক্স অফিস থেকে শুরু করে দর্শকদের মনে এক আলাদা জায়গা করে নিয়েছে। তাই ছবি নিয়েও ফ্যানেদের প্রত্যাশা অনেক।
আরও পড়ুন:China: রেজিগনেশন লেটার পাঠিয়ে দিল বিড়াল, চাকরি গেল ওর মালিকের...
প্রসঙ্গত, মোহন বাবু প্রযোজিত, কান্নাপ্পা প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিষ্ণু মাঞ্চু। ছবিটিতে প্রভাস, মোহনলাল, শরথকুমার, মধু, কাজল আগরওয়াল এবং ব্রহ্মানন্দম সহ একটি দুর্দান্ত কাস্ট রয়েছে। ছবিটি ভগবান শিবের ভক্ত কান্নাপ্পার পৌরাণিক কাহিনীর উপর তৈরি। ছবিটি চলতি বছর ২৫ এপ্রিল মুক্তির কথা রয়েছে। অন্যদিকে, অক্ষয় কুমারের 'স্কাই ফোর্স' ২৪ জানুয়ারি মুক্তি পেতে চলেছে।
উল্লেখ্য, অক্ষয় যে এই প্রথম দক্ষিণী ছবিতে পা রাখলেন, এই কথা ভুল। কারণ এর আগে ২০১৮ সালে রজনীকান্ত ও ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে ‘টু পয়েন্ট জিরো’ নামের তামিল ছবিতে প্রধান খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এবার অক্ষয়কে দেখা যাবে তেলুগু ছবিতে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)