যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই
`অশোকা` ছবির সেটে প্রথম আলাপ। তার পর থেকেই করিনার প্রায় গোটা ওয়ার্ডরোবেরই দায়িত্ব নিয়ে ফেলেছেন মণীশ মালহোত্রা। কেরিয়ারের প্রথম দিকের `কভি খুশি কভি গম`, `তালাশ`, `চামেলি`, `বেওয়াফা` থেকে শুরু করে হালের `থ্রি ইডিয়ডস`, `বডিগার্ড`, `রা-ওয়ান` এমনকী `হিরোইন`- বেবোর অধিকাংশ হিট ছবিতেই তাঁর পোষাক ডিজাইন করেছেন মণীশ। বেবোর পছন্দের তালিকায় এক নম্বর ডিজাইনার আসনটির দাবিদার তিনিই।
`অশোকা` ছবির সেটে প্রথম আলাপ। তার পর থেকেই করিনার প্রায় গোটা ওয়ার্ডরোবেরই দায়িত্ব নিয়ে ফেলেছেন মণীশ মালহোত্রা। কেরিয়ারের প্রথম দিকের `কভি খুশি কভি গম`, `তালাশ`, `চামেলি`, `বেওয়াফা` থেকে শুরু করে হালের `থ্রি ইডিয়ডস`, `বডিগার্ড`, `রা-ওয়ান` এমনকী `হিরোইন`- বেবোর অধিকাংশ হিট ছবিতেই তাঁর পোষাক ডিজাইন করেছেন মণীশ। বেবোর পছন্দের তালিকায় এক নম্বর ডিজাইনার আসনটির দাবিদার তিনিই। আর তাই মণীশের পোষাক ছাড়া করিনা বিয়ের আসরে অবতীর্ণ হবেন সেটা ভাবাই যায় না।
প্রথা অনুযায়ী নিকার মণ্ডপে শাশুড়ির বিয়ের পারিবারিক শরারাই পরবেন করিনা। তবে দাওয়াত-ই-ওয়ালিমা বা রিসেপশনে করিনার পোষাক তৈরির বরাত পেয়েছেন মণীশ। স্বাভাবিক ভাবেই উল্লসিত মণীশ এদিন সাংবাদিকদের জানান, "করিনার বিয়ের পোষাক ডিজাইন করতে পেরে আমি খুব খুশি। করিনার লাল পছন্দ বলে আমি লাল রঙের শাড়িই বানাচ্ছি ওর জন্য। মুম্বই, দিল্লি দুটো রিসেপশনের জন্যই পোষাক তৈরি করছি আমি"।
তবে ১৬ অক্টোবর বেবোর বিয়ের উত্তেজনায় কাশ্মীর থেকে কন্যাকুমারী তোলপাড় হয়ে গেলেও এখনও মুখে কুলুপ এঁটেই রয়েছেন বেবো। `হিরোইন`-এর প্রোমোশনে বিয়ের কথা উঠতেই করিনার স্পষ্ট জবাব, "আপনারা তো সবই জানেন, আমাকে আর জিজ্ঞেস করছেন কেন"? তিনি ধর্মান্তরিত হবেন কি না সেই প্রশ্নের উত্তরও এড়িয়ে যান বেবো। তবে তিনি যে মণীশ মালহোত্রার লাল শাড়িতেই বিয়ের আসরে নামবেন সেটা ইতিনমধ্যেই খোলসা করেছেন বেবো।