Kartik Aaryan: ‘স্বপ্ন সত্যি হল’, কী এমন ঘটনা ঘটল কার্তিকের জীবনে?
Kartik Aaryan: কিছুদিন আগেই একের পর এক কাজ হাত থেকে বেরিয়ে যাচ্ছিল অভিনেতার। এরপরেই মুক্তি পায় 'ভুলভুলাইয়া ২'। অনেকদিন পর সমালোচক থেকে দর্শকের প্রশংসা পায় এই ছবি। এককথায় সুপারহিট তকমা পায় 'ভুলভুলাইয়া ২'। সোমবার আবার সুসংবাদ নিয়ে হাজির অভিনেতা।
Kartik Aaryan, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার সকালেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন কার্তিক আরিয়ান। এ যেন তাঁর স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত, এমনটাই বলছেন কার্তিক। বেশ কয়েকদিন ধরেই সময়টা ভালো যাচ্ছে কার্তিকের। কিছুদিন আগেই একের পর এক কাজ হাত থেকে বেরিয়ে যাচ্ছিল অভিনেতার। এরপরেই মুক্তি পায় 'ভুলভুলাইয়া ২'। অনেকদিন পর সমালোচক থেকে দর্শকের প্রশংসা পায় এই ছবি। এককথায় সুপারহিট তকমা পায় 'ভুলভুলাইয়া ২'। এরপরেই শনিবার কার্তিক জানান যে, তাঁর আগামী ছবি ‘সত্য কথা কি প্রেম’-এর শ্যুটিং শুরু হয়েছে। কিয়ারার সঙ্গে ফের জুটি বেঁধেছেন তিনি। কিন্তু এরই মাঝে সোমবার আবার সুসংবাদ নিয়ে হাজির অভিনেতা।
আরও পড়ুন: Sushmita Sen : ডিপি, বায়ো থেকে বাদ, শুরুর আগেই শেষ সুস্মিতা-ললিত প্রেম?
নয়ের দশকের অন্যতম জনপ্রিয় ছবি 'আশিকি'। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে রাহুল রায় ও অনু অগরওয়াল যেমন নজর কেড়েছিলেন সেরকমই এই ছবির গান ভেঙে দিয়েছিল সব রেকর্ড। এই ছবির সিক্যুয়েল 'আশিকি ২ ' থেকে বলিউড পেয়েছিল তিন তারকাকে- আদিত্য রায় কাপুর, শ্রদ্ধা কাপুর ও অরিজিৎ সিং। বক্স অফিস সাফল্যর সঙ্গে সঙ্গে এই ছবির গান ইতিহাস রচনা করে ফেলেছে। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত 'আশিকি ২'-এর গান আজও সমান জনপ্রিয়। প্রথম ছবি রিলিজের দীর্ঘ ৩২ বছর পর আসতে চলেছে 'আশিকি ৩'। এই ছবি পরিচালনা করবেন অনুরাগ বসু। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে।
আরও পড়ুন: Nusrat Jahan: সমুদ্র সৈকতে খোলামেলা পোশাকে নুসরত, হাতে পানীয়র গ্লাস, কটাক্ষের মুখে ‘সাংসদ’
সোমবার এই ছবির টিজার পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কার্তিক। সেই পোস্টারের নেপথ্যে অরিজিতের গলায় বাজছে 'আশিকি'-র গান ‘অব তেরে বিন জি লেঙ্গে হাম’। প্রথমবার অনুরাগ বসুর সঙ্গে কোনও ছবি করতে চলেছেন কার্তি। অভিনেতা সংবাদমাধ্যমে জানান যে, ‘'আশিকি' দেখে আমি বড় হয়েছি। তাই 'আশিকি ৩' আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি ভূষণ কুমার ও মহেশ ভাটের কাছে কৃতজ্ঞ। আমি অনুরাগ বসুর কাজের বড় ভক্ত, তাই ওঁর সঙ্গে এই ছবিতে কাজ করতে পারা আমাকে নতুনভাবে গড়তে সাহায্য করবে বলেই আশা।’
অনুরাগ বসুর শেষ ছবি ছিল ‘লুডো’, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল সেই ছবি। 'আশিকি ৩' প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমার সবটা দিয়ে এই ট্র্যাডিশন আমি বজায় রাখার চেষ্টা করব। কার্তিক আরিয়ানের সঙ্গে এটা আমার প্রথম ছবি। ওঁর কাজের প্রতি হার্ড ওয়ার্ক, ডেডিকেশনে কথা আগেই শুনেছি। তাই এই ছবির অপেক্ষায় থাকলাম।’ ছবির সংগীত পরিচালনা করবেন প্রীতম। তিনি বলেন, ‘আশিকি সিরিজ বিখ্যাত তাঁর গানের জন্য, তাই 'আশিকি ৩' যাতে পরবর্তী লেভেলে পৌঁছতে পারে সেই চেষ্টা থাকবে।’