ফের টপলেস ছবি পোষ্ট করলেন টাইগার শ্রফের বোন কৃষ্ণা
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের ন্যুড ছবি পোস্ট করেছিলেন জ্যাকি শ্রফের মেয়ে এবং টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ। বিতর্ক তৈরি হওয়ার পরই কৃষ্ণার বাবা বলে দিয়েছিলেন, এই ছবিতে কৃষ্ণার গায়ে টাওয়েল রয়েছে। তাই ওটা কিছুতেই ন্যুড ছবি নয়।
![ফের টপলেস ছবি পোষ্ট করলেন টাইগার শ্রফের বোন কৃষ্ণা ফের টপলেস ছবি পোষ্ট করলেন টাইগার শ্রফের বোন কৃষ্ণা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/10/16/43728-krishna-16-10-15.jpg)
ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের ন্যুড ছবি পোস্ট করেছিলেন জ্যাকি শ্রফের মেয়ে এবং টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ। বিতর্ক তৈরি হওয়ার পরই কৃষ্ণার বাবা বলে দিয়েছিলেন, এই ছবিতে কৃষ্ণার গায়ে টাওয়েল রয়েছে। তাই ওটা কিছুতেই ন্যুড ছবি নয়।
কিন্তু বাবা জ্যাকিকে বেশিদিন স্বস্তিতে থাকতে দিলেন না মেয়ে কৃষ্ণা। কারণ, সোশ্যাল মিডিয়ায় ফের টপলেস ছবি পোষ্ট করেছেন কৃষ্ণা এই ছবিতে দেখা যাচ্ছে টপলেস অবস্থায় বিছানায় শুয়ে রয়েছেন কৃষ্ণা। ইনস্টাগ্রামে এই ছবি পোষ্ট করার পর এখনও পর্যন্ত জ্যাকি শ্রফের কোনও উত্তর পাওয়া যায়নি। দাদা টাইগারও এখনও পর্যন্ত বোনকে আড়াল করতে মুখ খোলেননি। ফিল্মে এখনও দেখা যায়নি তাঁকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজের খোলামেলা ছবি পোষ্ট করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন কৃষ্ণা।