ক্রিস থ্রি-এর সাফল্যেও সমালোচনার কাঁটা, হল ভরলেও মন নাকি ভরছে না‌!

আরও একটা বলিউডি সাফল্যের পিছনে জুটল সমালোচনার কাঁটা। গতকাল মুক্তি পাওয়া `ক্রিস থ্রি`যখন বক্স অফিসে সাফল্যের নতুন রেকর্ড গড়ছে, তখন সমালোচকরাও দাঁত নখ বের করে বেরিয়ে পড়েছেন। প্রথম দিন বক্স অফিসে ব্যবসায় সবচেয়ে সফলতম দাবাং-টুকে ছুঁয়ে ফেলেছে ক্রিস থ্রি।

Updated By: Nov 2, 2013, 04:05 PM IST

আরও একটা বলিউডি সাফল্যের পিছনে জুটল সমালোচনার কাঁটা। গতকাল মুক্তি পাওয়া `ক্রিস থ্রি`যখন বক্স অফিসে সাফল্যের নতুন রেকর্ড গড়ছে, তখন সমালোচকরাও দাঁত নখ বের করে বেরিয়ে পড়েছেন। প্রথম দিন বক্স অফিসে ব্যবসায় সবচেয়ে সফলতম দাবাং-টুকে ছুঁয়ে ফেলেছে ক্রিস থ্রি। (আপনি ক্রিস থ্রি-দেখছেন কি! তাহলে নিচে কমেন্ট সেকশনে লিখুন আপনার কেমন লাগল)
আজ দীপাবলিতেও মারকাটারি ব্যবসা করছে ঋত্বিক রোশনের এই সিনেমা। কাল রবিবার দিওয়চালি। দেশের ৭৫ শতাংশ সিনেমা হল এখন থেকেই হাউসফুল। ১০০ কোটির ক্লাবে ঢুকতে ক্রিস থ্রি-এর এখন শুধু সময়ের অপেক্ষা। কলকাতাতেও বিভিন্ন সিনেমাহলের সামনে লম্বা লাইন।
কিন্তু এসব তো বাণিজ্যিক সাফল্যের কথা, তবে প্রায় সব চিত্র সমালোচকরাই একবাক্যে বলছেন, কোই মিল গ্যায়া-সিরিজের এটাই সবচেয়ে দুর্বল সিনেমা। স্প্রিট, গান, এমনকী গল্পও নাকি বেশ দুর্বল।
একেবারে হলিউডি সিনেমার মত এফেক্টস দিয়ে তাক লাগালেও নাকি সিনেমা জমাট বাঁধার মত অনেক উপাদানই নেই সিনেমায়। অনেকেই বলছেন, ক্রিস থ্রি-তে নাকি `ইমোশনাল ড্রামা` এত বেশি যে কোনও কোনও সময় বেশ বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে। তবে ঋত্বিক রোশনের অভিনয় নাকি সবার মন জিতবে। তাই ঋত্বিক ভক্তরা সমালোচনায় কান দিতে বারন করছেন। তবে ব্যাপার যাই হোক চেন্নাই এক্সপ্রেস-এর পর বলিউড আরও একটা মহাসাফল্যের পথে যেতে চলেছে সেটা বলা হচ্ছে। অবশ্য মহাসাফল্যের পথে এই সিনেমার আসল পরীক্ষা দ্বিতীয় সপ্তাহ।
শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস-কেও একই রকম সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বক্স অফিস সাফল্যের বিচারে সফলতম বলিউড সিনেমার স্বীকৃতি পেয়েছিল শাহরুখ-রোহিত শেঠির সেই সিনেমা। ক্রিস থ্রিও কি সেই পথে হাঁটবে। সেটাই এখন দেখার।

.