মন্দনাদের পর্ন কমেডি একেবারে জঘন্য
অনেক প্রচার। অনেক অসভ্যতার পর অবশেষে মুক্তি পেল রোমান্টিক কমেডি সিনেমা 'কেয়া কুল হ্যায় হাম থ্রি'। যৌনতাকে একেবারে নিম্নস্তরে নামিয়ে তার সঙ্গে কমেডির ককটেলে বানানো কেয়া কুল হ্যায় হাম থ্রি-কে একেবারে খারাপ রেটিং দিচ্ছেন চিত্র সমালোচকরা।
ওয়েব ডেস্ক: অনেক প্রচার। অনেক অসভ্যতার পর অবশেষে মুক্তি পেল রোমান্টিক কমেডি সিনেমা 'কেয়া কুল হ্যায় হাম থ্রি'। যৌনতাকে একেবারে নিম্নস্তরে নামিয়ে তার সঙ্গে কমেডির ককটেলে বানানো কেয়া কুল হ্যায় হাম থ্রি-কে একেবারে খারাপ রেটিং দিচ্ছেন চিত্র সমালোচকরা।
দুই বন্ধুর ব্যাঙ্ককে গিয়ে পর্ন সিনেমায় নামার গল্পে কমেডির নাম হয়েছে ভাঁড়ামো। ২০১০-এর সিনেমা হাউসফুল থেকে কপি করার ব্যর্থ চেষ্টা করা হয়েছে। শোলে থেকে এক ভিলেন, রকস্টার থেকে সিংহম। একের পরর এক বলিউড সিনেমাকে ভেঙিয়েও কোনও লাভ হয়নি। কেয়া কুল হ্যা হাম-এর সিরিজের আগের দুটি সিনেমা এর থেকে অনেক ভাল বলে জানাচ্ছেন চিত্র সমালোচকরা। বলিউডের প্রথম ছবিতে নিজেকে একেবারে খোলামেলাভাবে পরিবেশন করেও বিশেষ লাভ হল না মন্দনা কারিমির। তুষার কাপুরও বিশেষ কিছু করতে পারেননি। মন্দের ভাল শুধু আফতাব।