Lata Mangeshkar Passes Away: বাংলা গানে লতা পল্লবিত হলেন হেমন্ত-ঋতুতেই!
গহন গভীর লতা-কুঞ্জের কয়েকটি পাতার মতোই মাত্র কয়েকটি গান!
সৌমিত্র সেন
বিপুল বিশাল গহন গভীর লতা-কুঞ্জের কয়েকটি পাতার মতোই হয়তো। হাজার হাজার গানের পাশে মাত্র ১৮৫টি গান। এই ১৮৫টি গান নিয়েই 'কুইন অফ মেলডি'র বাংলা গানের কেরিয়ার। ছোট্ট কেরিয়ার। কিন্তু অভিঘাতে অসাধারণ।
১৯৫৬ সালে এর শুরু। 'প্রেম একবারই এসেছিল নীরবে'র মতো এক মেদুর গান দিয়ে। হেমন্তের সুর। একই বছরে 'রঙ্গিলা বাঁশিতে'। তার পর তো সলিল-সংযোগে নব রূপে লতার আরও গভীর পল্লবিত প্রকাশ-- 'যা রে উড়ে যা রে পাখি', 'না যেও না', 'ওগো, আর কিছু তো নয়'; একের পর এক।
'প্রেম একবারই এসেছিল নীরবে' গানটি লতার গাওয়া সেরা বাংলা গানের তালিকায় অতি উপরের দিকেই থাকে। আজও মানুষ এই গান দিয়েই যেন আলাদা এক-লতাকে আবিষ্কার করেন। গানটির সুর করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। হেমন্ত-গৌরীর যুগলবন্দির এই বাংলা-মঞ্চে সেদিন আবিভূর্ত হয়েছিলেন সুরের রানি লতা মঙ্গেশকর। আর নিঃসন্দেহে বাংলা গানের দিগন্ত প্রসারিত হয়ে গিয়েছিল বহুদূর।
আরও পড়ুন: Lata Mangeshkar Death: তাঁর মৃত্যুতে একটি নয়, শেষ হয়ে গেল একাধিক যুগ!