Madhuri Dixit: বছরের শুরুতেই বড় চমক! মাধুরীকে ৬ কোটির গাড়ি উপহার দিলেন...

Madhuri Dixit New Car: বরাবরই গাড়ির শখ রয়েছে মাধুরীর। ইতোমধ্যেই তাঁর গ্যারেজে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের দামি গাড়ির কালেকশন। এবার সেরকমই এক বিলাসবহুল গাড়ি উপহার পেলেন অভিনেত্রী। 

Updated By: Jan 14, 2025, 09:40 PM IST
Madhuri Dixit: বছরের শুরুতেই বড় চমক! মাধুরীকে ৬ কোটির গাড়ি উপহার দিলেন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছরের শুরুতেই বড় উপহার পেলেন মাধুরী দীক্ষিত। নতুন বছরে নায়িকার গ্যারেজে নতুন বিলাসবহুল গাড়ি। যে গাড়ির দাম ৬ কোটি। একটি লাল রঙের ফেরারি 296 GTS Rosso Corsa-এ চেপে শোরুম থেকে ফিরলেন ধক ধক গার্ল। 

আরও পড়ুন- Adult star Bonnie Blue: ১২ ঘণ্টায় ১০০০ পুরুষের সঙ্গে সেক্স! 'প্রথম ৪ ঘণ্টার পর...', ভয়ংকর দাবি পর্নতারকার...

আসলে নতুন বছরে স্ত্রী মাধুরীকে খুশি করতে একটি বিলাসবহুল গাড়ি কেনেন ডাক্তার স্বামী শ্রীরাম নেনে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা যায় মাধুরী নতুন গাড়ি কিনতে গিয়েছিলেন কালো রঙের একটি ড্রেস পরে। সঙ্গে ছিলেন শ্রীরাম নেনে। তিনি পরেছিলেন সাদা শার্ট ও কালো কোর্ট, প্যান্ট। লাল গাড়ি কিনে সেই গাড়িতে স্ত্রীকে নিয়ে ফেরেন তিনি। ইনস্টাগ্রামে এরইমধ্যে ভাইরাল হয়েছে দম্পতির গাড়ি কেনার মুহূর্ত।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

বরাবরই গাড়ির শখ রয়েছে মাধুরীর। বিভিন্ন ব্র্যান্ডের দামি গাড়ির কালেকশন রাখতে পছন্দ করেন মাধুরী। ইতোমধ্যেই ব্যক্তিগত কালেকশনে মাধুরীর রয়েছে Mercedes-Maybach S560,রেঞ্জ রোভার Vogue,Porsche 911 Turbo S। এসব গাড়িরই আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ থেকে ১৪ কোটি টাকা। এই তালিকায় নতুন ফেরারি 296 GTS Rosso Corsa। 

আরও পড়ুন- Chandramouli Biswas: কাজের অভাব বা অর্থকষ্ট নয়! চন্দ্রমৌলির আত্মহত্যার আসল কারণ জানালেন আইনজীবী...
 
প্রসঙ্গত, বর্তমানে সিনেমা কমই করেন মাধুরী। গত বছর ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমায় অভিনয় করেও বাজিমাত করেন অভিনেত্রী। ব্যবসায়িক সফল ছিল সেই ছবি। তাঁর একটি প্রযোজনা সংস্থাও রয়েছে। পাশাপাশি একাধিক ব্যবসায় বিনিয়োগ করেছেন তিনি। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.