মদের দোকান খোলায় বাড়বে গার্হস্থ হিংসা, সরকারি সিদ্ধান্তের বিরোধিতা মালাইকার
জোর সমালোচনা করেন মালাইকা
নিজস্ব প্রতিবেদন : মদের দোকান খোলার কী প্রয়োজন ছিল? মদের দোকান খোলার ফলে গণ্ডগোল যেমন বাড়বে, তেমনি বেড়ে যাবে গার্হস্থ হিংসা। মদের দোকান সিদ্ধান্তে ছোটদের উপর অত্যাচারও বেড়ে যাবে। সরকারের অত্যন্ত খারাপ সিদ্ধান্ত এটি। লকডাউনের মধ্যে মদের দোকান খোলার এই সিদ্ধান্তের এভাবেই বিরোধিতা করলেন অভিনেত্রী মালাইকা অরোরা।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্টেটাস শেয়ার করেন মালাইকা। সেখানেই সোমবার থেকে মদের দোকান খোলা নিয়ে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেন বলিউডের ছইয়া ছইয়া গার্ল।
এদিকে গত ২৯ এপ্রিল প্রথমে ইরফান খান এরপর ৩০ এপ্রিল ঋষি কাপুর। একজনের শোক কাটিয়ে উঠতে না উঠতেই ফের বলিউডকে দিশেহারা করে চলে যান ঋষি। বলিউডের দুই অভিনেতার পরপর মৃত্যুর জেরে আপাতত শোকের আবহেই দিন কাটছে তারকাদের।