পাকিস্তানে যাওয়ায় নিষিদ্ধ, মিকা দাঁড়ালেন বন্যা দুর্গতদের পাশে
নিজেই ট্যুইট করেন মিকা
নিজস্ব প্রতিবেদন : রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি'সুজার পর এবার মহারাষ্ট্রের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন মিকা সিং। মহারাষ্ট্রে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তাঁদের জন্য ৫ লক্ষের অনুদান দিলেন বলিউডের এই জনপ্রিয় গায়ক। নিজের ট্যুইটার হ্যান্ডেলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর কথা জানালেন বলিউডের এই বিতর্কিত গায়ক।
আরও পড়ুন : বিয়ের পর মধুচন্দ্রিমা, প্রকাশ্যে রাখির ব্যক্তিগত ছবি
দেখুন মিকার সেই ট্যুইট...
This Independence Day, we at @Divine_T are donating to and supporting the NGO ‘Akhil Bharatiya Marathi Natya Parishad’ to help those affected in the #MaharashtraFloods floods . We are also building 50 houses for those who have lost their homes. pic.twitter.com/NdyaCxQHEE
— King Mika Singh (@MikaSingh) August 15, 2019
একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে একজোট হয়ে মহরাষ্ট্রের বন্যায় বিধ্বস্ত ৫০টি বাড়ি পুনর্গঠনের কথাও জানান মিকা সিং। এদিকে সম্প্রতি পাকিস্তানে গিয়ে সেখানে করাচির একটি অনুষ্ঠানে হাজির হয়ে বিতর্কে জড়ান জনপ্রিয় গায়ক।
জানা যায়, পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের তুতো ভাইয়ের মেয়ের বিয়ের মেহন্দির অনুষ্ঠানে হাজির হন মিকা সিং। বলিউড গায়কের পাকিস্তানে হাজির হওয়ার খবর প্রকাশ্যে আসতেই মিকার উপর ক্ষোভে ফুঁসতে শুরু করেন সমাজের বিভিন্ন অংশের মানুষ। মিকা কেন পাকিস্তানে গিয়ে গান গাইলেন, সেই প্রশ্ন তুলে গায়ককে নিষিদ্ধ করে 'অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন'-এর (AICWA) ।
আরও পড়ুন : দেশের সম্মানের খেয়াল নেই, পাকিস্তানে গান গাওয়ায় মিকার বিরুদ্ধে ফুঁসছেন রাখি
রিপোর্টে প্রকাশ, মিকার করাচির অনুষ্ঠানে দাউদ ইব্রাহিমের পরিবারের সদস্যরাও হাজির হন। করাচিতে ছোটা শাকিলের বাড়ির পাশেই মিকা সিংয়ের হাই প্রোফাইল অনুষ্ঠানের আসর বসে বলেও জানা যায়। যে খবর প্রকাশ্যে আসার পর বলিউডের এই জনপ্রিয় গায়কের বিরুদ্ধে আরও একদফা জোর বিতর্ক শুরু হয়ে যায়।