'Will you?' মানসিক অবসাদে পাশে থাকার আর্জি মিমি-র
মানসিক স্বাস্থ্য নিয়ে মন্তব্য করার আগে সচেতন হওয়ার আবেদন করেছেন মিমি।
নিজস্ব প্রতিবেদন: অতিমারীর কবলে পড়ে ঘরবন্দি মানুষ। চারিদিকের ভয়াল পরিস্থিতি মানুষের মনে ক্লেশ, আতঙ্ক, হতাশা-র জন্ম দিয়েছে। উদ্বেগ আর মানসিক চাপ বাড়ছে আশঙ্কাজনক ভাবে। গৃহবন্দি থেকে একাকীত্ব গ্রাস করছে। আর সেখান থেকে আসছে মানসিক অবসাদ। এবার এই বিষয়েই মুখ খুললেন মিমি চক্রবর্তী।
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে পাশে থাকার বার্তা দিতে চেয়েছেন সাংসদ-অভিনেত্রী। মানসিক স্বাস্থ্য নিয়ে মন্তব্য করার আগে সচেতন হওয়ার আবেদন করেছেন মিমি। কোন পরিস্থিতিতে, কেন হতাশা, ভয় আসতে পারে সেটার বিবেচনা করেই কথা বলার পরামর্শ দিয়েছেন।
শুধু তাই নয়, এই করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন যাদবপুরের সাংসদ। ঘূর্ণিঝড় ইয়াস ঝড়ে বিধ্বস্ত মানুষের পাশে থেকেছেন। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেছেন অভিনেত্রী। দক্ষিণ ২৪ পরগণার একাধিক এলাকা ভাঙড়, বারুইপুর, সোনারপুরে ঘুরে বেরিয়ে ছিলেন।