Ankush-Mirza: অঙ্কুশের 'মির্জা'য় ভিলেন বলিউডের দিব্যেন্দু!

Ankush-Mirza: বলিউডের অন্যতম চেনা মুখ দিব্যেন্দু ভট্টাচার্য। এবার অঙ্কুশের আগামী ছবি মির্জায় তাঁকে দেখা যাবে প্রধাণ নেগেটিভ চরিত্রে। বৃহস্পতিবার শহর কলকাতায় হাজির তিনি। 

Edited By: সৌমিতা মুখার্জি | Updated By: Oct 7, 2022, 04:34 PM IST
Ankush-Mirza: অঙ্কুশের 'মির্জা'য় ভিলেন বলিউডের দিব্যেন্দু!

Ankush, Mirza, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাস দেড়েক আগেই রিলিজ করেছে অঙ্কুশের আগামী ছবি ‘মির্জা’র টিজার। টিজার থেকেই মির্জার লুকে ঝড় তুলেছেন অঙ্কুশ হাজরা। অ্যাকশনে ভরপুর এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন বলিউডের সুমিত সাহিল। ‘ম্যায় হু না’ ছবিতে নজর কেড়েছিলেন এই জুটি, তবে সেখানে তাঁরা ছিলেন অভিনেতা, এবার ছবির পরিচালক তাঁরা। এই প্রথম বাংলা ছবি পরিচালনা করবেন এই জুটি। এই অ্যাকশন ছবিতে অঙ্কুশের বিপরীতে প্রধান নেগেটিভ চরিত্রে দেখা যাবে বলিউডের অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে।

আরও পড়ুন: Sushmita Sen: কপালে বড় টিপ, গলায় রুদ্রাক্ষের মালা, এ কী রূপ সুস্মিতার!

সেকরেড গেমস, দিল্লি ক্রাইম, মির্জাপুর ২, মহারানি ২, রকেট বয়েজের মতো হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করেছেন দিব্যেন্দু। মনসুন ওয়েডিং, মকবুল, অব তক ছপান্ন, ব্ল্যাক ফ্রাইডে থেকে শুরু করে দেব ডি, লুটেরা, খুদা হাফিজ ২-এর মতো একাধিক হিন্দি অ্যাকশন ছবিতে অভিনয় করেছেন দিব্যেন্দু ভট্টাচার্য। বলিউডের এই চেনামুখ অভিনয় করেছেন বেশ কয়েকটি বাংলা ওয়েব সিরিজ ও সিনেমাতেও। লালবাজার, ধানবাদ ব্লুজে দেখা গেছে তাঁকে, নীতিশ রায়ের ‘জলে জঙ্গলে’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। তবে মির্জা হতে চলেছে তাঁর প্রথম বাংলা অ্যাকশন বানিজ্যিক ছবি।

আরও পড়ুন: Karan Johar: ২ ঘণ্টায় ১ কোটি! নিলামে পছন্দের পোশাক, ক্যানসারে আক্রান্তদের পাশে করণ...

মির্জা ছবির টিজারে লম্বা চুল, একগাল ঘন দাড়ি এবং চশমায় সেজে একেবারে নয়া অবতারে ধরা দিয়েছেন টলি অভিনেতা অঙ্কুশ। প্রথম থেকেই জনপ্রিয়তা পেয়েছে ছবির টিজার। তবে এরই মাঝে অঙ্কুশের লুক নিয়ে উঠছে প্রশ্ন। অনেকের মতে, মির্জাতে তাঁর লুক নাকি একেবারে মিলে যাচ্ছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এর ‘রকি ভাই’ ওরফে ইয়াসের লুকের সঙ্গে। চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল এই ছবিটি। যা সিনেমা হল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সেনসেশন তৈরি করে দিয়েছিল সেই সময়। মির্জা এবং কেজিএফ-এর মুখ্য চরিত্রে এমন মিল দেখে দর্শকদের মনে ইতিমধ্যেই দানা বাঁধছে নানান প্রশ্ন। তবে কি কেজিএফের গল্পের বাংলা অনুকরণই হতে চলেছে অঙ্কুশের মির্জা? 

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

যদিও টিজারে দেখানো ছবির চিত্রনাট্যটিতে এমন কোনও আভাসই মেলেনি। নির্মাতারা ইতিমধ্যে নিশ্চিত করেছেন যে 'মির্জা'র গল্পটি মৌলিক এবং দক্ষিণের ছবির রিমেক নয়। বরং টলি পাড়ায় ফের এমন এক ফুল অন অ্যাকশন মুভি দেখে কার্যত উচ্ছসিত ভক্তেরা। অধীর আগ্রহে মুক্তির অপেক্ষায় দিন গুনছে সকলেই। ছবিতে অভিনেতার পাশাপাশি এবার প্রযোজকের ভূমিকাতেও দেখা যাবে অঙ্কুশকে। তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা 'অঙ্কুশ মোশন পিকচার্স' এবং 'নেক্সজেন ভেঞ্চার্স'-এর যৌথ নিবেদনে ও রক্তিম চট্টোপাধ্যায়ের প্রযোজনায় আগামী বছরেই মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবির চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক আর ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন সুদ্ধো রায়। ২০২৩ সালের ইদের ছুটি একেবারে জমজমাট হয়ে উঠবে এই ছবির হাত ধরেই, এমনটাই আশা নির্মাতাদের।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.