'দুগ্গা এলো'-র সুরে নেচে উঠলেন মোনালি, শুনুন সেই গান
ইউটিউবে ভিউ বাড়তে শুরু করে
!['দুগ্গা এলো'-র সুরে নেচে উঠলেন মোনালি, শুনুন সেই গান 'দুগ্গা এলো'-র সুরে নেচে উঠলেন মোনালি, শুনুন সেই গান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/09/24/210385-mon2.jpgfi.jpg)
নিজস্ব প্রতিবেদন: পুজোর গান রেকর্ড করলেন মোনালি ঠাকুর। সবুজ পাড়ের লাল শাড়ি পরে মোনালি ঠাকুর যখন যখন 'দুগ্গা এলো' গাইলেন, তখন নিজেও নেচে উঠলেন গায়িকা।
আরও পড়ুন : জন্মদিনে করিনাকে আদর সইফের, ভাইরাল ছবি
ইন্দ্রনীল দাসের লেখায় গুড্ডুর সুরে মোনালি ঠাকুরের এই গান প্রকাশের পরই ইউটিউবে চড়চড়িয়ে তার ভিউ বাড়তে শুরু করে। এ বিষয়ে মোনালি ঠাকুর বলেন, পুজোর গান নিয়ে তিনি যথেষ্ঠ উতসাহিত ছিলেন। মোনালির এই গান শুনেল দুর্গা পুজোর আমেজ এবং গন্ধ যেন আপনিও অনুভব করতে পারবেন সরাসরি।
'দুগ্গা এলো' প্রকাশ্য়ে আসার পর যেন আনন্দে দিশেহারা হয়ে যান মোনালি। আনন্দে লাফাতে শুরু করেন গায়িকা।
দেখুন সেই ভিডিয়ো...