সর্বকালের সেরা সিনেমার স্বীকৃতি পেল `মুঘল-এ-আজম`

বলিউডের সর্বকালের সেরা সিনেমার স্বীকৃতি পেল `মুঘল-এ-আজম`। গ্রেট ব্রিটেন ভারতীয় সিনেমার শতর্বষ উদ‍্যাপন হিসাবে সেরা বলিউড সিনেমার তালিকা করা হয়। সেই তালিকায় সবার প্রথমে থাকল ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত কে আসিফের এই সিনেমা।

Updated By: Jul 18, 2013, 11:59 AM IST

বলিউডের সর্বকালের সেরা সিনেমার স্বীকৃতি পেল `মুঘল-এ-আজম`। গ্রেট ব্রিটেন ভারতীয় সিনেমার শতর্বষ উদযাপন কর্মসূচি হিসাবে সেরা বলিউড সিনেমার তালিকা করা হয়। সেই তালিকায় সবার প্রথমে থাকল ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত কে আসিফের এই সিনেমা।
এক বিখ্যাত ব্রিটিশ এশিয়ান ম্যাগাজিনের করা এই সমীক্ষায় `মুগল-এ-আজম`-এর কাছে অল্প ব্যবধানে হেরে দ্বিতীয় হল `শোলে`। তৃতীয় স্থানে যশ চোপড়ার রোমান্টিক সিনেমা `দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে`। চার নম্বরে থাকল ১৯৫৭ সালে মুক্তিপ্রাপ্ত মেহবুব খানের `মাদার ইন্ডিয়া`, তারপরই পাঁচে রাজ কাপুর পরিচালিত `আওয়ারা`।
আমির খানের থ্রি ইডিয়টস রয়েছে সাত নম্বরে। মজার কথা বর্তমানে বলিউড সিনেমার মহাসাফল্যের সূচক একশো কোটির ক্লাবের মাত্র দু একটা সিনেমা ছাড়া আর কোনও ছবি প্রথম কুড়িতে স্থান পায়নি।
প্রথমে দশটা ছবির তালিকা দেখলে সবচেয়ে সফল অভিনেতা অমিতাভ বচ্চন, সফল অভিনেত্রী নার্গিশ আর সফল পরিচালক-প্রযোজক যশ চোপড়া।

.