Nawazuddin Siddiqui on The Kashmir Files: সলমনের পর এবার নওয়াজউদ্দীন সিদ্দিকী, 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে মুখ খুললেন অভিনেতা
ইতিমধ্যেই 'দ্য কাশ্মীর ফাইলস'-এর(The Kashmir Files) প্রশংসা করেছেন আমির খান(Amir Khan), সলমন খান(Salman Khan), অক্ষয় কুমারের(Akshay Kumar) মতো তারকারা। কেউ কেউ আবার সমালোচনাও করেছেন এই ছবির।
নিজস্ব প্রতিবেদন: বিগত দু সপ্তাহ ধরে বলিউডের(bollywood) সবচেয়ে চর্চিত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'(The Kashmir Files)। ইতিমধ্যেই এই ছবি সর্বকালের সফলতম ছবির তকমা পেয়েছে। এই ছবিকে কেন্দ্র করে দুভাগে ভাগ হয়ে গেছে সিনেপ্রেমীরা। কারোর মতে এটা রাজনৈতিক প্রচারমূলক ছবি কারোর মতে আবার এই ছবি কাশ্মীর উপত্যকায় ঘটে যাওয়া গণহত্যার জীবন্ত দলিল। ইতিমধ্যেই এই ছবির প্রশংসা করেছেন আমির খান(Amir Khan), সলমন খান(Salman Khan), অক্ষয় কুমারের(Akshay Kumar) মতো তারকারা। কেউ কেউ আবার সমালোচনাও করেছেন এই ছবির।
সম্প্রতি এই ছবি নিয়ে প্রশ্ন করা হয় নওয়াজুদ্দীন সিদ্দিকীকে(Nawazuddin Siddiqui)। তিনি সাফ বলেন যে, এই ছবি এখনও দেখে উঠতে পারেননি তিনি। বিবেক অগ্নিহোত্রী তাঁর দৃষ্টিভঙ্গী দিয়ে এই ছবি বানিয়েছেন। ছবি প্রসঙ্গে বিশেষ কিছু বলতে পারব না বলে জানিয়েছেন নওয়াজ। কারণ ছবিটি না দেখে সে বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি তিনি। নওয়াজ বলেন,'আমার এই বিষয়ে কোনও আইডিয়া নেই। প্রত্যেক পরিচালকের একটি দৃষ্টিভঙ্গী থাকে, বিবেক তাঁর দৃষ্টিভঙ্গী থেকে ছবিটি বানিয়েছেন, যেটি ভালো। এই একই বিষয় নিয়ে অন্য দৃষ্টিভঙ্গী থেকেও ভবিষ্যতে ছবি বানাতে পারে।'
১৯৯০ সালে কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের উৎখাত করতে যে গণহত্যা চলেছিল সেই বাস্তবের ঘটনাকে কেন্দ্র করেই 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ছবিটি তৈরি করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। ছবিটিতে অভিনয় করেছেন, অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমারের মতো অভিনেতারা। ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। তিন সপ্তাহ ধরে রমরমিয়ে চলছে এই ছবি। ইতিমধ্যেই বক্স অফিসে ২৫০ কোটির বেশি ব্যবসা করেছে 'দ্য কাশ্মীর ফাইলস'।