Kunal Kamra: শিশু সুরক্ষা আইন 'লঙ্ঘন', কমেডিয়ান কুণাল কামরার বিরুদ্ধে দিল্লি পুলিসে অভিযোগ

 কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি।

Updated By: May 5, 2022, 09:46 PM IST
 Kunal Kamra:  শিশু সুরক্ষা আইন 'লঙ্ঘন', কমেডিয়ান কুণাল কামরার বিরুদ্ধে দিল্লি পুলিসে অভিযোগ

নিজস্ব প্রতিবেদন: শিশু সুরক্ষা আইন (Juvenile Justice Act) লঙ্ঘন করার অভিযোগে কমেডিয়ান কুণাল কামরার (Kunal Kamra) বিরুদ্ধে সোচ্চার জাতীয় শিশু সুরক্ষা কমিশন (NCPCR)। টুইটার ও দিল্লি পুলিসকে চিঠি কমিশনের। কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি।

সম্প্রতি জার্মানি সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। সেখানে প্রধানমন্ত্রীর সামনে 'হে জন্মভূমি ভারত' গানটি গেয়েছিলেন একজন বাচ্চা। অভিযোগ, টুইটারে সেই ভিডিওটি শেয়ার করে সমালোচনা করেছিলেন কমেডিয়ান কুণাল কামরা (Kunal Kamra)। এরপরই শিশু সুরক্ষা আইন (Juvenile Justice Act) লঙ্ঘন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে সরব হয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন (NCPCR)।  

টুইটারের কাছে কামরার (Kunal Kamra) টুইটি মুছে ফেলার দাবি জানান হয়েছে। একই সঙ্গে দিল্লি পুলিসকে কমেডিয়ানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণেরও অনুরোধ করা হয়েছে। দু'জায়গায় চিঠি দিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.