মাসাইমারা উপজাতির সঙ্গে ফটোশ্যুট, সমালোচনার মুখে সারা
সোশ্যাল মিডিয়ায় কড়া সমালোচনার মুখে সারা।
নিজস্ব প্রতিবেদন: সারা আলি খান, এই নামটি এই মুহূর্তে সিনেমাপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। 'কেদারনাথ' ও সিম্বা দেখে সকলেই সারার প্রশংসায় পঞ্চমুখ। তবে সম্প্রতি ফিল্মফেয়ার ম্যাগজিনের ফটোশ্যুটের জন্য নেটিজেনদের কাছে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হল সারাকে।
ফিল্মফেয়ার ম্যাগজিনের মার্চের কভার গার্ল হিসাবে কেনিয়ার মাসাইমারা ন্যাশনাল পার্কে ফটোশ্যুট করেন সারা। ফটোশ্যুটের সময় সারার পিছনে বেশ কয়েকজন মাসাইমারা উপজাতির পুরুষ ও মহিলাকে দাঁড় করিয়ে ছবি তোলা হয়েছে। ফটোশ্যুটের ছবি দেখে বেশকিছু নেটেজেনের অভিযোগ, এখানে মাসাইমারা উপজাতির মানুষকে ফটোশ্যুটের জন্য সামগ্রীর (props) মতো ব্যবহার করা হয়েছে। আবার কেউ অভিযোগ করেছেন, শুধুমাত্র গায়ের রংয়ের জন্যই এধরনের ব্যবহার অত্যন্ত নিম্ন রুচির পরিচয়।
আরও পড়ুন-কেনিয়ার জঙ্গলে 'হট' ফটোশ্যুট সারার
Here’s a sneak peek of what went behind the scenes of Sara Ali Khan’s #Filmfare cover shoot. pic.twitter.com/SGqLNjkBaT
— Filmfare (@filmfare) February 27, 2019
The video is even more grotesque than the still.
She has a dandaa. He jumps. How do you not see it, Filmfare? https://t.co/5JRot1wCfS— Gone Native (@_GoneNative) February 28, 2019
How tone-deaf can Filmfare be in this age and internet? Despite the outrage they didn't bother to take it down and issue a statement. https://t.co/3bN74S1wLm
— Err (@Errendous) February 28, 2019
Dear god, this troubles me so much more. He is *literally* a prop.
Sickens me how I can almost hear the people on the shoot saying “ JUMP, no no, little higher!”
YUCK @filmfare pls stop https://t.co/ZuQukLLeVW— Surabhi M (@su_moka_boo) February 28, 2019
This is racist and people from Africa should rise against this racist demonstration on the right. Hope few people may pay attention @cnni @BLMLA @Bakari_Sellers https://t.co/OYVVTazn0k
— Dr. Ray (@RewatiRay) February 28, 2019
Typical anti-Black racism that we see again & again from SA culture. African people are not PROPS in a photo shoot. Shame on u #SaraAliKhan https://t.co/9sGYl8hKh1
— Leila Zainab (@QueerDesiFemme) February 28, 2019
What's wrong with you? Black people are not decorations and props, you idiots.
— kulpreet singh (@kulpreetsingh) February 28, 2019
Dear Sara, I didn't want to discount you just yet. But are you really using the tribesman as a prop?? How do you people end up being completely tone deaf, ignorant and douchebags?? https://t.co/5ngeGIBnNy
— Richa Bhardwaj (@Riczb) February 27, 2019
Natives are not "props" you can use in photoshoots! There's a limit of being tone deaf and racist!
— Totapari (@CoffeeNChirps) February 27, 2019
The second picture is making me uncomfortable. People are not props!
— S (@zukriti8) February 26, 2019
যদিও বেশকিছু ফটোগ্রাফারের বক্তব্য, এই ফটোশ্যুট নিয়ে ভুল সমালোচনা করা হচ্ছে। ফটোশ্যুটটি শুধুমাত্র কেনিয়ার বিখ্যাত মাসাইমারা ন্যাশনাল পার্ক ও আফ্রিকান সাফারিকে তুলে ধরার জন্যই করা হয়েছে। আর তাই খুব স্বাভাবিকভাবেই সেখানকার মানুষজনও ওই ফটোশ্যুটের ওই জায়গার অঙ্গ হিসাবে উঠে এসেছেন।