ফের আদালতের বেড়াজালে 'উড়তা পঞ্জাব'
এখন মেঘ কাটল না। বরং আরও নতুন করে মেঘ ঘনিয়ে আশায় 'উড়তা পঞ্জাব'-এর ওড়া নিয়ে নতুন করে সংশয় দেখা দিল।
ওয়েব ডেস্ক : এখন মেঘ কাটল না। বরং আরও নতুন করে মেঘ ঘনিয়ে আশায় 'উড়তা পঞ্জাব'-এর ওড়া নিয়ে নতুন করে সংশয় দেখা দিল।
বম্বে হাইকোর্ট উড়তা পঞ্জাবকে সার্টিফিকেট দিয়েছে। কিন্তু এবার পঞ্জাবের এক এনজিও বম্বে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সোজা গেল সুপ্রিম কোর্টে। তাদের আবেদন, রাজ্যের যুব সমাজকে খারাপ আলোয় দেখানো হচ্ছে। এদিকে, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট মঙ্গলবার ছবিটি দেখেছেন। আগামিকাল তাদের রিপোর্ট পাওয়া যাবে।
অন্যদিকে সরকার নিযুক্ত রিভিউ কমিটির প্রধান শ্যাম বেনেগালের মতে, আর তিন-চারদিনের মধ্যেই রিভিউ কমিটির রিপোর্ট নিয়ে সরকারের প্রতিক্রিয়া জানা যাবে।