এতদিন ছিল গলায়। এবার সোনাক্ষির গোড়ালিতে।
Updated By: Oct 18, 2015, 05:03 PM IST
![এতদিন ছিল গলায়। এবার সোনাক্ষির গোড়ালিতে। এতদিন ছিল গলায়। এবার সোনাক্ষির গোড়ালিতে।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/10/18/43780-sonakshi-18-10-15.gif)
কী আবার! ট্যাটু। সোনাক্ষি এখন ফোর্স টু-এর শুটিং-এ ব্যস্ত। রয়েছেন হাঙ্গেরির বুদাপেস্টে। সেখানেই এই ডিজাইনের ট্যাটু করিয়েছেন তিনি। সবাইকে দেখানোর লোভ সামলাতে পারেন? তাই একেবারে ফুটপাতে বসেই রীতিমতো পা ঝুলিয়ে বসে ছবি তুলেছেন তিনি।
শোনা যাচ্ছে, ফোর্স টু-তে তাঁর কো স্টার জন আব্রাহ্যামই নাকি এই ট্যাটুর ডিজাইনটা পছন্দ করে দিয়েছেন সোনাক্ষির সঙ্গে। নতুন ট্যাটু করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোনাক্ষি সবার কাছ থেকেই জেনে নিচ্ছেন, এই ট্যাটু তাঁর পার্সোনালিটির সঙ্গে যাচ্ছে তো ? কে আর খারাপ বলে সুন্দরীর বিরাগভাজন হতে চায়! তাই সবাই বলছে খুব ভাল। কিন্তু ছবিতে সোনাক্ষির নতুন ট্যাটু দেখে আপনার কেমন লাগল?