'তেরি আঁখো কা ইয়ো কাজল', হলি পার্টিতে জমিয়ে নাচলেন নুসরত-নিখিল
জমিয়ে নাচছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান, ভিডিয়োটি হলি পার্টির।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
!['তেরি আঁখো কা ইয়ো কাজল', হলি পার্টিতে জমিয়ে নাচলেন নুসরত-নিখিল 'তেরি আঁখো কা ইয়ো কাজল', হলি পার্টিতে জমিয়ে নাচলেন নুসরত-নিখিল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/03/12/239111-7977080-879079069869-9-99.jpg)
নিজস্ব প্রতিবেদন : জোরে জোরে বাজছে 'তেরি আঁখো কা ইয়ো কাজল' গানটি। আর সেই গানের সঙ্গেই স্বামী নিখিল জৈনের সঙ্গে জমিয়ে নাচছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। ভিডিয়োটি হলি পার্টির।
সম্প্রতি, 'টলিপ্ল্যানেট বাংলা'র ইনস্টা হ্যান্ডেলে উঠে এসেছে নুসরত-নিখিলের হলি সেলিব্রেশনের এই ভিডিয়ো। যেখানে নুসরত ও নিখিল দুজনকেই সাদা পোশাকে আবির মাখা অবস্থায় দেখা যাচ্ছে। তাঁদের গায়ে ছুঁড়ে দেওয়া হচ্ছে হলুদ গাঁদা ফুল। ভিডিয়োটি দেখেই বোঝা যাচ্ছে, জমিয়ে হলি খেলেছেন নুসরত-নিখিল। ভিডিয়োতে নুসরত-নিখিলের দোল খেলার আরও বেশকিছু মুহূর্ত উঠে এসেছে।
আরও পড়ুন-রং মেখে সোহমকে জড়িয়ে ধরছেন তনয়া, সোশ্যাল মিডিয়ায় উঠে এল ভিডিয়ো
ওইদিন হলি পার্টিতে নুসরত-নিখিলেন সঙ্গে তাঁদের বন্ধু মিমি চক্রবর্তীও যে ছিলেন তা আরও একটি ভিডিয়োতে স্পষ্ট।
প্রসঙ্গত, খুব শীঘ্রই ব্রাত্য বসুর 'ডিকশনারি' ছবির শ্যুটিংয় শেষ করেছেন নুসরত জাহান। যে ছবিতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে নুসরতকে। জানা যাচ্ছে বুদ্ধদেব গুহর লেখা 'বাবা হওয়া' ও 'স্বামী হওয়া' এই দুই ছোট গল্পর উপর ভিত্তি করেই ছবিটি তৈরি হচ্ছে। প্রসঙ্গত, এর আগে 'অসুর' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল আবির ও নুসরতকে। 'ডিকশনারি' বিয়ের পর নুসরতের দ্বিতীয় ছবি হতে চলেছে।
আরও পড়ুন-সৃজিতের সঙ্গে থাকতে ভারতীয় নাগরিকত্ব নেবেন? মিথিলা বললেন...