বার্লিন ফিল্ম ফেস্টিভালে মোহনকুমারের 'ডকুমেন্টারি'
সত্যজিত্ রায়, মৃণাল সেন ঋত্বিক ঘটক থেকে হালফিলের তরুণ চিত্রপরিচালকেরা সবাই ছবি করেছেন কল্লোলিনী তিলোত্তমা কলকাতাকে ঘিরে। কিন্তু এই প্রথমবার কলকাতার ধাপার মাঠকে 'সাবজেক্ট' হিসেবে বেছে নিয়ে 'ডকুমেন্টারি' বানিয়েছেন অন্ধ্রপ্রদেশের তরুণ পরিচালক মোহনকুমার ভালাসালা।
সত্যজিত্ রায়, মৃণাল সেন ঋত্বিক ঘটক থেকে হালফিলের তরুণ চিত্রপরিচালকেরা সবাই ছবি করেছেন কল্লোলিনী তিলোত্তমা কলকাতাকে ঘিরে। এই শহরকে লেন্সে ধরে রেখেছেন মণি রত্নমের মতো পরিচালকও। কিন্তু এই প্রথমবার কলকাতার ধাপার মাঠকে 'সাবজেক্ট' হিসেবে বেছে নিয়ে 'ডকুমেন্টারি' বানিয়েছেন অন্ধ্রপ্রদেশের তরুণ পরিচালক মোহনকুমার ভালাসালা। সত্যজিত্ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশনের ছাত্র মোহনকুমারের 'পঞ্চভূত' ছবিটি মনোনীত হয়েছে এই বছর বার্লিন ফিল্ম ফেস্টিভালে।