হাঁটুতে চোট পেলেন পরিণীতি চোপড়া
হাঁটুতে চোট পেলেন পরিণীতি চোপড়া। তাঁর আপকামিং ছবি টাকাডুমের শুটিংয়েই চোট পেয়েছেন তিনি। সম্প্রতি দিওয়ালি সেলিব্রেশনে নিউ দিল্লী যাওয়ার সময় তাঁকে পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় দেখতে পাওয়া যায়। আপাতত বিশ্রাম নিচ্ছেন তিনি, সুস্থ হলেই শুরু করবেন শুটিং। GET WELL SOON পরিনীতি।
![হাঁটুতে চোট পেলেন পরিণীতি চোপড়া হাঁটুতে চোট পেলেন পরিণীতি চোপড়া](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/31/69378-chopra.jpg)
ওয়েব ডেস্ক: হাঁটুতে চোট পেলেন পরিণীতি চোপড়া। তাঁর আপকামিং ছবি টাকাডুমের শুটিংয়েই চোট পেয়েছেন তিনি। সম্প্রতি দিওয়ালি সেলিব্রেশনে নিউ দিল্লী যাওয়ার সময় তাঁকে পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় দেখতে পাওয়া যায়। আপাতত বিশ্রাম নিচ্ছেন তিনি, সুস্থ হলেই শুরু করবেন শুটিং। GET WELL SOON পরিনীতি।
আরও পড়ুন- ভূত আর যৌনতা নিয়ে পুনমের নতুন 'বিতর্ক'
এদিকে, পশ্চিমী দুনিয়ায় ইতিমধ্যেই সাড়া ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার তিনি খবরে এলেন জনপ্রিয় টক শো তে ELLEN DEGENERES প্রশ্নের যোগ্য জবাব দিয়ে। যদিও ঘাবড়ে গিয়েছিলেন প্রথমে তবে সামলে উঠেই বাজিমাত্ করলেন পিগি।
আরও পড়ুন- সানি লিওনের ভয়ের ছবি
কোয়ান্টিকো সিরিজে অভিনয় নয়। কখনো অস্কারের মঞ্চে সঞ্চালনা করে তো কখনও জিমি ফ্যালনের সাক্ষাত্কারে হট উইং খাওয়ার কম্পিটিশন জিতে,পাশ্চাত্যে প্রিয়াঙ্কা চোপড়ার ক্রেজ বেড়েই চলেছে।