Parno Mittra:সংসদে দাঁড়িয়ে তো বিল পাশ করাতে পারব না, ‘সুসু’র মাধ্যমে সমাজকে বার্তা দিতে চাই:পার্নো

‘সুসু’ ছবিতে সমাজের সব নারীর কণ্ঠস্বর হয়ে উঠবেন পার্নো অভিনীত চরিত্র সুনেত্রা 

Edited By: অনুসূয়া বন্দ্যোপাধ্যায় | Updated By: Mar 23, 2022, 05:16 PM IST
Parno Mittra:সংসদে দাঁড়িয়ে তো বিল পাশ করাতে পারব না, ‘সুসু’র মাধ্যমে সমাজকে বার্তা দিতে চাই:পার্নো

নিজস্ব প্রতিবেদন: নারীদের দৈনন্দিন জীবনের অন্যতম কঠিন সমস্য়া নিয়ে এবার ছবি তৈরি হচ্ছে টলিউডে (Tollywood)। রাস্তা ঘাটে হামেশাই নারীরা সমস্যায় পড়েন, কোনও নারীর মূত্র ত্যাগ করার প্রয়োজন হলে কেউ তা সহজে করে উঠতে পারেন না, সেই সমস্যার কথাই তুলে ধরা হবে পরিচালক শিব কুমার শর্মার ছবিতে। ছবিতে পার্নো মিত্রর (Parno Mittra) ফার্স্ট লুক মুক্তি পেয়েছে সদ্য, সোশ্যাল মিডিয়ায় সাড়াও ফেলেছে। পার্নোর পরনে ছাপা সালোয়ার-কামিজ, ওড়না, কানে বড় ঝুমকো রিং। খোলা চুল, কাঁধে ব্যাগ।

আরও পড়ুন: Kabir Suman on Rampurhat Arson: জ্বলছে বগটুই, কাফি রাগে মজে কবীর সুমন

জি ২৪ ঘণ্টার তরফে পার্নো মিত্রর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ‘পরিচালক একজন পুরুষ হয়েও যে এই বিষয়টা নিয়ে ভেবেছে এবং তা চিত্রনাট্যে ফুটিয়ে তুলেছে, সেটাই সবেচেয়ে ভাল লেগেছে। কম বেশি সকলেই আমরা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাই, বিশেষ করে যখন লং ডিস্টেন্সে যাই। হোটেল বা মলে গিয়ে সমস্য়া মেটাতে হয়, গ্রামের নারীদের সমস্যার কথা বলে প্রচুর ছবি তৈরি হলেও শহরের নারীদের সমস্যার কথা সেইভাবে তুলে ধরা হয় না। সুনেত্রা সুন্দরমের চরিত্রের মধ্য়ে দিয়েই বলানো হবে এই কথা আমার আগমি ছবি ‘সুসু’-তে।’

পার্নো আরও বলেন ‘মহিলাদের জন্য ওয়াশরুম থাকা সবচেয়ে জরুরি। আমরা তো সংসদে দাঁড়িয়ে বিল পাস করাতে পারব না, একজন ক্রিয়েটিভ মানুষ হিসাবে সমাজকে বার্তা দিতে পারি। আজই শুরু হল শুটিং, বেশ ভাল অভিজ্ঞতা। নিজেও রিলেট করতে পারছি।’ 

আরও পড়ুন: Salman Khan: সাংবাদিককে হুমকি, সলমন খানের বিরুদ্ধে ফৌজদারি মামলা, সুপারস্টারকে সমন আদালতের

 সুনেত্রার চরিত্র আসলে সব সাধারণ এক নারীর কণ্ঠস্বর হয়ে উঠবেন আশা পার্নোর। তাঁর মতে- ‘করোনা পরবর্তী সময়ে আবারও সিনেমাপ্রেমীরা প্রেক্ষাগৃহ পরিপূর্ণ করছেন। বাংলা ছবি দেখতে হল ভরাচ্ছেন সেটা আনন্দের খবর। আমার ছবিও মুক্তির অপেক্ষায় রয়েছে। রাজ চক্রবর্তীর ছবি ‘ধর্মযুদ্ধ’ মুক্তির অপেক্ষায় আছে, এছাড়াও ‘বনবিবি’ করেছি সেই ছবিতেও সমাজের অন্য একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে।’

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.