Pori Moni: ‘নারী কীসে আটকায়?’ ভাইরাল পরীমণির জবাব...
Pori Moni: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগরির বিবাহ বিচ্ছেদ ঘোষণার পর বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টটি ঘুরপাক খাচ্ছে। পোস্টটি হল, ‘বলতে পারবেন নারী আসলে কিসে আটকায়?’ সেই ট্রেন্ডে গা ভাসিয়ে এবার উত্তর দিলেন পরীমণি।
![Pori Moni: ‘নারী কীসে আটকায়?’ ভাইরাল পরীমণির জবাব... Pori Moni: ‘নারী কীসে আটকায়?’ ভাইরাল পরীমণির জবাব...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/08/16/433461-poriviralpost.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছে পরীমণি(Pori Moni)। সম্প্রতি ১৫ লক্ষ টাকা খরচ করে ছেলের জন্মদিন সেলিব্রেট করেছেন নায়িকা। পরীর ছেলের জন্মদিনে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির তারকারা। একই ফ্রেমে দেখা গেল চঞ্চল চৌধুরী, শেহনাজ খুশি, তিশা, ফারুকী থেকে শুরু করে রায়হান রাফি, অপু বিশ্বাস সহ আরও অনেককে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজ্যর জন্মদিনের ছবি, ভিডিয়ো। তার মাঝেই নেটপাড়ার আরেক ট্রেন্ডে গা ভাসালেন অভিনেত্রী।
আরও পড়ুন- Tiyasha Birthday: অতীত ভুলে ফের প্রেমে পড়েছেন তিয়াশা, জন্মদিনে প্রেমিকের বিশেষ উপহার...
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরির বিবাহ বিচ্ছেদ ঘোষণার পর বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টটি ঘুরপাক খাচ্ছে। যাতে লেখা রয়েছে, ‘জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়, হুমায়ন ফরীদির ভালোবাসায়, তাহসানের কণ্ঠে কিংবা হৃতিক রোশানের স্মার্টনেসে— কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি। বলতে পারবেন নারী আসলে কিসে আটকায়?’বিষয়টি নিয়ে বাংলাদেশে মিমের ছড়াছড়ি।
সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের তারকারাও। সেই ট্রেন্ডে যুক্ত হয়েছেন বাংলাদেশের ছবির লাস্যময়ী নায়িকা পরীমণি। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানালেন- শুধু নারী নয়, মানুষ আসলে কীসে আটকায়। অভিনেত্রীর ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর প্রথম জন্মদিনের ছবি শেয়ার করে এই বিষয়ে পোস্ট করেন নায়িকা।
আরও পড়ুন- Tasnia Farin: ‘একান্তে সুন্দর সময় কাটছে...’ হানিমুনে কোথায় গেলেন তাসনিয়া ফারিণ?
রবিবার রাতে ফেসবুকে ছেলের জন্মদিনের একটি ছবি পোস্ট করেন পরীমণি। ক্যাপশনে তিনি লেখেন, ‘নারী, পুরুষ কিংবা মানুষ, কীসে এত আটকে রাখার দায়? জীবন শুধু মায়ায় আটকায়।’ পাশে জুড়ে দেন ভালোবাসার ইমোজি। অভিনেত্রীর এমন মন্তব্যে অনেকেই সহমত জানিয়েছেন। রাজ্যকে আদর জানিয়েছেন শেহনাজ খুশি।