পাঁচতারা নয়, কেন ইন্দ্রপুরীতেই ভরসা প্রসেনজিতের

সেসময়টা ছিল অন্যরকম। টলিউডের প্রিয় বুম্বাদার জীবনটা তখনও এতটা সহজ ছিল না। মাত্র ৫০০ টাকা, হ্যাঁ এই সামান্য টাকাতেই সেসময় স্টার থিয়েটারে কাজ করতে হয়েছিল টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরে সেই ৫০০ টাকা বেড়ে ৭৫০, ১১০০ তে দাঁড়ায়। তারও পড়ে ১৫০০টাকাতে কাজ ছেড়েছিলেন। 

Updated By: Feb 6, 2018, 03:13 PM IST
পাঁচতারা নয়, কেন ইন্দ্রপুরীতেই ভরসা প্রসেনজিতের

নিজস্ব প্রতিবেদন: সেসময়টা ছিল অন্যরকম। টলিউডের প্রিয় বুম্বাদার জীবনটা তখনও এতটা সহজ ছিল না। মাত্র ৫০০ টাকা, হ্যাঁ এই সামান্য টাকাতেই সেসময় স্টার থিয়েটারে কাজ করতে হয়েছিল টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরে সেই ৫০০ টাকা বেড়ে ৭৫০, ১১০০ তে দাঁড়ায়। তারও পড়ে ১৫০০টাকাতে কাজ ছেড়েছিলেন। 
এমনই সব নানান অজানা কথাই রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আত্মজীবনী বুম্বা, শ্ট রেডি-তে।

সম্প্রতি, প্রকাশিত হয়েছে এই বইটি। এই বই নিয়েই নানান কথা মঙ্গলবার শেয়ার করলেন অভিনেতা। হাজির হয়েছিল সঞ্চালক, অভিনেতা মীর-এর ফেসবুক লাইভে। জানালেন অভিনেতা প্রসেনজিৎ কীভাবে ধীরে ধীরে সকলের কাছে পরিচিত হয়ে উঠেছিল ডাক নাম বুম্বাতে। নস্টালজিক বুম্বাদা জানালেন  কেন তিনি পাঁচতারা হোটেলের বদলে ইন্দ্রপুরী স্টুডিওতে 'বুম্বা, শ্ট রেডি' বইটিকে বেছে নিয়েছিলেন? তাঁর কত স্মৃতি রয়েছে স্টুডিও পাড়ার সঙ্গে, সেসময় তাঁর জন্য স্টুডিওতে আলাদা কোনও মেকআপ রুমও ছিল না, ছিল না এসি রুমও, সকলের সঙ্গে গরমে বসেই কাজ করলেন।

 জানালেন খুব শীঘ্রই 'কিশোর কুমারের জুনিয়ার' নামে একটি ছবিতে তিনি অভিনয় করতে চলেছেন তিনি। যেখানে একজন কিশোর কণ্ঠী একজন গায়কের চরিত্রে তাঁকে দেখা যাবে। ইচ্ছা প্রকাশ করলেন কমেডি ছবিতে কাজ করার এবং ছবি পরিচালনারও। 

এতো গেল অল্পকিছু, অভিনেতার আত্মজীবনী 'বুম্বা, শ্ট রেডি'তে রয়েছে অভিনেতার ব্যক্তিগত সম্পর্ক, ভাঙাগড়া সহ আরও অনেক কথা। রয়েছে জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে হয়েও স্ট্রাগল করতে হয়েছে প্রসেনজিৎকে। কারণ তিনি যখন খুব ছোট তখনই তাঁর মাকে ছেড়ে গিয়েছিলেন বাবা বিশ্বজিৎ। বোন পল্লবী ও প্রসেনজিৎকে মানুষ করেছিলেন তাঁর মা। বাড়িতে পেয়িং গেস্ট রেখে সংসার চলেছে। রয়েছে বাবা বিশ্বজিৎ-এর সঙ্গে প্রসেনজিৎতের জটিল সম্পর্কের কথাও। প্রেম, বিয়ে সহ আরও অনেককিছু। এমনকী প্রসেনজিৎ যখনই একের পর এক ছবি হিট দিচ্ছেন, কিছুতেই যখন তাঁকে রোখা যাচ্ছে না, সেসময় নাকি তাঁর ক্ষতি করতে তন্ত্র সাধনাও করেছেন অনেকে। এসব কথাও রয়েছে বইয়েতে।

আরও পড়ুন- 

.