'রাধে' দারুণ সিনেমা নয়, সলমনের ছবি নিয়ে মুখ খুললেন সেলিম খান

বর্তমানে ইন্ডাস্ট্রিতে ভালো চিত্রনাট্যকারের বড়ই অভাব, আক্ষেপ সেলিম খানের

Edited By: অনুসূয়া বন্দ্যোপাধ্যায় | Updated By: May 28, 2021, 04:24 PM IST
'রাধে' দারুণ সিনেমা নয়, সলমনের ছবি নিয়ে মুখ খুললেন সেলিম খান

নিজস্ব প্রতিবেদন: সলমন খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'রাধে'। ছবি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়ায় ভেসে গিয়েছে সোশ্যাল মিডিয়া। প্রথম দিন থেকেই সমালোচনা ঘিরে ছিল সলমন খান অভিনীত ছবি 'রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’।' ছবির মান থেকে শুরু করে গল্প, বিভিন্ন ক্ষেত্রে সমালোচিত হয়েছে এই ছবি। ফিল্ম ক্রিটিক হোক বা দর্শক, সকলেই প্রকাশ্যে বলেছেন প্রত্য়াশা পূরণ করতে পারেন নি সলমন খান। এবার 'রাধে' নিয়ে সমালোচনায় তাঁর পরিবার। সলমনের বাবা সেলিম খান এবার ছবি নিয়ে মুখ খুললেন।

আরও পড়ুন: ভিডিয়ো: প্রকাশ্যে ShahRukh বিয়ের প্রস্তাব দিয়েছিলেন Priyankaকে! উত্তরে 'দেশি গার্ল' কী বলেছিলেন?

সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে সেলিম খান বলেন-'সলমন অভিনীত 'দাবাং' ছবিটি ছিল বেশ এন্টারটেনিং, এরপর 'বজরঙ্গি ভাইজান' ছবিটি বেশ ভাল ছিল এবং একেবারে অন্যরকম ছিল। কিন্তু 'রাধে' দারুণ ছবি নয়। সেলিম খান শুধু সলমনের বাবা নন, তিনি বলিউডের অন্যতম সেরা চিত্রনাট্যকার। তাই তাঁর এই মন্তব্য শুধু সলমনের বাবা হিসাবেই নয়, ইন্ডাস্ট্রির একজন দিকপাল হিসাবে গৃহীত হয়েছে। 

তাঁর মতে 'কর্মাশিয়াল ছবির একটা দায়বদ্ধতা থাকে। প্রোডিউসারের ঘরে টাকা ফেরানোর চ্যালেঞ্জ থাকে। শিল্পী, প্রযোজক, ডিস্ট্রিবিউটর, প্রত্যেকের টাকা ফেরত পাওয়া উচিত। ইন্ডাস্ট্রির উন্নতির জন্য তো বটেই, ব্যবসা চালানোর জন্যও তা প্রয়োজন। সেদিক দিয়ে দেখতে গেলে সলমনের ছবি হিট। এছাড়া ছাপ ফেলে যাওয়ার মত কিছু নয়। 'ছেলের পাশেও দাঁড়ান সেলিম, তাঁর মতে --'এক্ষেত্রে সলমনকেও দোষ দেওয়া যায় না,কারণ বর্তমানে ইন্ডাস্ট্রিতে ভালো চিত্রনাট্যকারের বড়ই অভাব।'

তাঁর আক্ষেপ- 'বর্তমানে ইন্ডাস্ট্রির চিত্রনাট্যকাররা কেউই আর হিন্দি এবং উর্দু ভাষা নিয়ে নিয়ে চর্চা করেন না। সাহিত্য নিয়ে পড়াশোনা ও করেন না। কোনও একটা গল্প থেকে অনুপ্রাণিত হয়ে বা অন্য কোনও ভাষার ছবি দেখে চিত্রনাট্য তৈরি করেন তাঁরা। 'জঞ্জির' এখনও ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা ছবি। এই ছবি সেই সময়ের সিনেমার জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। এত বছর পরেও ইন্ডাস্ট্রি সেলিম-জাভেদ জুটির কোনও বিকল্প খুঁজে পায়নি। একা সলমন আর কী করবে?' ছেলেকে আগলে বুক চিতিয়ে দাঁড়িয়ে, তাঁকে খানিকটা আড়াল করেই যেন ইন্ডাস্ট্রির চোখে আঙুল দিয়ে দেখালেন তিনি, পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে প্রশ্ন তুলে দিয়ে গেলেন সেলিম খান।

.