অযোধ্যায় নিষিদ্ধ রাম-লীলা
উত্তর প্রদেশে `রাম-লীলা`র প্রদর্শন নিষিদ্ধ ঘোষনা করল এলাহাবাদ হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারক দেবী প্রসাদ সিং ও অশোক পালের লক্ষ্মৌ বেঞ্চ সঞ্জয় লীলা বনশালির ছবিকে নিষিদ্ধ ঘোষনা করে। মর্যাদা পুরষোত্তম ভগবান রামলীলা সমিতির আবেদনের ভিত্তিতে এই রায় দিয়েছে আদালত।
উত্তর প্রদেশে `রাম-লীলা`র প্রদর্শন নিষিদ্ধ ঘোষনা করল এলাহাবাদ হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারক দেবী প্রসাদ সিং ও অশোক পালের লক্ষ্মৌ বেঞ্চ সঞ্জয় লীলা বনশালির ছবিকে নিষিদ্ধ ঘোষনা করে। মর্যাদা পুরষোত্তম ভগবান রামলীলা সমিতির আবেদনের ভিত্তিতে এই রায় দিয়েছে আদালত।
রনবীর সিং, দীপিকা পাডুকোন অভিনীত ছবির বিরুদ্ধে সেন্সর বোর্ডের সার্টিফিকেট বাতিল করার আবেদন জানিয়েছিল সমিতি। অভিযোগ, ছবিটি হিন্দুদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছে। ছবির নাম রাম-লীলাও দর্শকদের ভুল বার্তা দেবে অভিযোগ করেছে সমিতি।
গত ১৫ নভেম্বর মুক্তি পেয়েছ রাম-লীলা।