ম্যাটাডোরের সঙ্গে গাড়ির ধাক্কা, আহত অভিনেত্রী সুচন্দ্রা
অভিনেত্রীর গাড়িতে যাঁরা ছিলেন, তাঁদের কারও চোটই গুরুতর নয় বলে খবর
![ম্যাটাডোরের সঙ্গে গাড়ির ধাক্কা, আহত অভিনেত্রী সুচন্দ্রা ম্যাটাডোরের সঙ্গে গাড়ির ধাক্কা, আহত অভিনেত্রী সুচন্দ্রা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/05/04/119263-suchndra-banerjee.jpg)
নিজস্ব প্রতিবেদন : দুর্ঘটনার কবলে টেলি অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার অভিষিক্তা মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে। ম্যাটাডোরের সঙ্গে সুচন্দ্রার গাড়ির ধাক্কা লাগাতেই ঘটে দুঘটনা। অভিনেত্রীর গাড়িতে আরও কয়েকজন ছিলেন দুর্ঘটনার সময়। তবে কারওরই চোট গুরুতর নয়। প্রসঙ্গত, 'রানি রাসমণি' সিরিয়ালে রয়েছেন সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : ক্যাটরিনা, সিদ্ধার্থরা এখন অতীত, রণবীরের সঙ্গে ডিনার ডেটে আলিয়া
এদিকে মডেল সোনিকা সিং চৌহানের গাড়ি দুর্ঘটনার পর গ্রেফতার করা হয় টেলি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে। তবে আপাতত জামিন পেয়ে কাজ শুরু করেছেন বিক্রম। যদিও, কী কারণে সোনিকা সিং চৌহানের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, তা এখনও ধোঁয়াসা। বর্তমানে 'ফাগুন বউ' নামে একটি মেগা সিরিয়ালে অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায়।