Farm Laws: রিহানা থেকে মিয়া খালিফা, কৃষকদের সমর্থন করেছিলেন যে আন্তর্জাতিক তারকারা
সংগীত শিল্পী থেকে আন্তর্জাতিক পর্ন তারকা, সমর্থকের তালিকাটা বেশ লম্বা
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার তিন কৃষি আইন বাতিলের ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। গুরু নানকের জন্মদিনে প্রধানমন্ত্রীর এই ঘোষণে সকলে চমকে দিয়েছে। প্রায় এক বছর ধরে তিন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করেছেন কৃষকরা। বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে মোড় নিয়েছে এই আন্দোলন। কৃষকরা পেয়েছেন অনেকের সমর্থন। সমালোচনাও মিলেছে অনেক। দেশের সীমানা টপকে ভারতীয় কৃষকদের এই আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক সুপারস্টাররাও। সংগীত শিল্পী থেকে আন্তর্জাতিক পর্ন তারকা, সমর্থকের তালিকাটা বেশ লম্বা
RIHANNA: ২০২০-র ফেব্রুয়ারি মাসে ভারতের এই কৃষক আন্দোলনের পাশে দাঁড়ান আন্তর্জাতিক সংগীত শিল্পী রিহানা।
why aren’t we talking about this?! #FarmersProtest https://t.co/obmIlXhK9S
— Rihanna (@rihanna) February 2, 2021
GRETA THUNBERG: আন্তর্জাতিক খ্যাতীসম্পন্ন সুইডেনের সমাজকর্মী GRETA THUNBERG কৃষক আন্দোলনের সমর্থনে ট্যুইট করেন।
We stand in solidarity with the #FarmersProtest in India.
https://t.co/tqvR0oHgo0— Greta Thunberg (@GretaThunberg) February 2, 2021
AMANDA CERNY: মার্কিন ব্লগার AMANDA CERNY-র সমর্থন পান কৃষকরা।
Wait?!? You’re saying Rihanna isnt already rich enough and Everyone you listed got paid?!? If that’s all true, I would like to get paid toooooo for being a well informed, overall awesome and compassionate human being! Please venmo me immediately!!!! https://t.co/HCmfaMevEt
— Amanda Cerny (@AmandaCerny) February 3, 2021
MEENA HARRIS: ভারতীয় কৃষকদের সমর্থন করেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের আত্মীয় মীনা হ্যারিস।
It’s no coincidence that the world’s oldest democracy was attacked not even a month ago, and as we speak, the most populous democracy is under assault. This is related. We ALL should be outraged by India’s internet shutdowns and paramilitary violence against farmer protesters. https://t.co/yIvCWYQDD1 pic.twitter.com/DxWWhkemxW
— Meena Harris (@meena) February 2, 2021
MIA KHALIFA: কৃষক আন্দোলনের সমর্থনে ট্যুইট করেন আন্তর্জাতিক মডেল তথা পর্ন ছবির অভিনেতা মিয়া খালিফা।
“Paid actors,” huh? Quite the casting director, I hope they’re not overlooked during awards season. I stand with the farmers. #FarmersProtest pic.twitter.com/moONj03tN0
— Mia K. (@miakhalifa) February 3, 2021
LILLY SINGH: গ্র্যামি পুরস্কারের (Grammys) মঞ্চে কৃষক আন্দোলনের পক্ষে আওয়াজ তোলেন প্রখ্যাত ইউটিউবার লিলি সিং।