দেখুন 'মুল্ক'-এর ট্রেলর, গায়ে কাঁটা দেবে
আগামী ৩ অগাস্ট মুক্তি পাবে 'মুল্ক'
![দেখুন 'মুল্ক'-এর ট্রেলর, গায়ে কাঁটা দেবে দেখুন 'মুল্ক'-এর ট্রেলর, গায়ে কাঁটা দেবে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/07/09/127524-702555-rishi-taapsee.jpg)
নিজস্ব প্রতিবেদন : মুক্তি পেল ‘মুল্ক’-এর ট্রেলর। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে ঋষি কাপুর এবং তপসি পান্নু-কে। পরিচালক অনুভব সিনহা-র এই সিনেমায় ঋষি কাপুর এবং তপসি পান্নুর পাশাপাশি রয়েছেন প্রতীক বব্বর, নিনা গুপ্তা, রজত কাপুর, আশুতোষ রানা, ইন্দ্রনীল সেনগুপ্তার মত অভিনেতারা।
আরও পড়ুন : 'সঞ্জু'-র জন্য বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন সঞ্জয় দত্ত?
আগামী ৩ অগাস্ট মুক্তি পাবে ঋষি কাপুর এবং তপসি পান্নুর ‘মুল্ক’। ট্রেলরে তপসি পান্নুকে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে। এর আগে ‘পিঙ্ক’-এ আদালতের মধ্যে ‘কোর্টরুম ড্রামা’-য় দেখা যায় তপসি পান্নুকে। ‘পিঙ্ক’-এ অমিতাভ বচ্চনের পর এবং ঋষি কাপুরের মত আরও এক বর্ষীয়ান অভিনেতার সঙ্গে দেখা যাচ্ছে তপসিকে।
দেখুন ‘মুল্ক’-এর ট্রেলর..
ট্রেলরে জঙ্গি সংগঠনের বোমা বিস্ফোরণ এবং তার জেরে এক নিরীহ পরিবারকে কীভাবে ফেঁসে যেতে হয় ঘটনাপ্রবাহে, তা-ই দেখানো হয়েছে।