Rupam Islam: 'গানের প্রতি লাইনে জীবনের কাহিনি', রূপম ইসলামের কন্ঠে নতুন গান...

Muharat: কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শ্যুটিংয়ের প্রথমদিন, শ্যুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখোপাধ্যায়কে। তদন্তে উঠে আসে একের পর এক তথ্য। এই নিয়েই নতুন গল্প তৈরি করছেন পরিচালক আতিউল ইসলাম। 

Updated By: Jan 20, 2025, 08:19 PM IST
Rupam Islam: 'গানের প্রতি লাইনে জীবনের কাহিনি', রূপম ইসলামের কন্ঠে নতুন গান...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঈদে আসছে নতুন ছবি "মহরত্‍"। এবারে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে নতুন গল্প তৈরি করছেন পরিচালক আতিউল ইসলাম। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। একগুচ্ছ তারকা নিয়ে ইতোমধ্যে শ্যুটিং শেষ হয়েছে নতুন ছবি "মহরত্‍" এর। এবারে সেই ছবির জন্য গান গাইলেন শিল্পী রূপম ইসলাম। সোমবার কলকাতার এক স্টুডিওতে হল গানের রেকর্ডিং। 

আরও পড়ুন- RG Kar Case Verdict | Justice Anirban Das: আগেও দিয়েছেন ফাঁসির সাজা, আরজি কর-কাণ্ডে ব্যতিক্রম! বিচারক অনির্বাণ দাসকে চিনুন...

ছবিতে মুখ্য চরিত্রে মীর, রিত্তিকা সেন। এই প্রথম জুটিতে আসছে মীর-রিত্তিকা। অন্যান্য চরিত্রে দেবলীনা দত্ত, বিশ্বরূপ বিশ্বাস, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, হৃষি রাজ, অনিন্দিতা সোম, রাজু মজুমদার, হিয়া রায়, স্বরলিপী ঘোষ প্রমুখ। রেকর্ডিং শেষে শিল্পী রূপম ইসলাম জানান "মহরত এর টাইটেল ট্র‍্যাকে দারুন কিছু চমক আছে। গানের প্রতিটি লাইনে জীবনের কাহিনী বলা আছে। আশা করছি দর্শকদের পছন্দ হবে এই গান"। ছবির মিউজিক ডিরেক্টর মসিউর রহমান। ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করছেন সমিধ মুখার্জি। 

ছবি গল্প এই ইন্ডাস্ট্রিকে নিয়েই। কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শ্যুটিংয়ের প্রথমদিন, শ্যুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখোপাধ্যায়কে। তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় পেশায় নামকরা চিত্র পরিচালক। ডিভোর্স এর প্রায় তিন বছর পরে শ্যুটিং ফ্লোরে দেখা হয়েছিল অপর্ণা মুখার্জি ও সৃজনের। কিন্তু সেখানেই খুন হয় অপর্ণা মুখার্জি। অন্যদিকে সিআইডির দুই দাপুটে তনন্দকারী অফিসারের হাতে আসে অপর্ণা মুখার্জির খুনের কেস। তদন্তের মধ্যে নাম উঠে আসে ওই সিনেমার হিরো সোহেল খান এর নাম, যিনি বাংলাদেশ থেকে কলকাতাতে এসেছেন। একদিকে সিআইডি আর অন্যদিকে মিডিয়া চ্যানেলের পেজ থ্রি এর ব্রেকিং নিউস, কোন দিকে যাবে ছবির মোড়! ছবির গতি যত এগোতে থাকে,ততই খুনের রহস্য উন্মোচনে মুখ্য ভূমিকা পালন করে মিডিয়া।

আরও পড়ুন- BB 18 winner Karan Veer: 'ঘুষ দিয়ে বিগ বস জিতেছে'! খেতাব পেয়েই সমালোচনার মুখে করণবীর, 'এই শোয়েই আসতাম না যদি'...

তদন্ত যত গভীরে যায়, তত যেন সম্পর্কের সমীকরণ, মানুষের প্রতি মানুষের হিংসা, অসৎ পথে নিজের জীবনযাপন করা, প্রতিপত্তির চূড়ায় ওঠার জন্য কিভাবে পাশে থাকা মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে সেগুলোই ফুটে উঠতে থাকে। অভিনেতা মীর জানান "এই প্রথম বড়ো ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছি। অনেকটা দায়িত্ব থাকে ছবির প্রধান মুখ হওয়াতে। অনেকটা প্রিপারেশান নিয়ে ছবিতে অভিনয় করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে"। ছবির স্ক্রিপ্ট লিখেছেন অনুভব ঘোষ। চলতি বছরে সেলিনা খাতুন এর প্রযোজনাতে বড়ো পর্দায় মুক্তি পাবে ছবি "মহরত"।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.