Saif Ali Khan stabbed: সইফকে কোপ, রক্তাক্ত 'খান' গোঙাচ্ছেন! তখন কোথায় করিনা? ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই...
Kareena Kapoor: ৬ বার ছুরি দিয়ে কোপানো হয় তাঁকে। মুম্বইয়ের বান্দ্রার বাড়িতেই সইফের উপর এলোপাথাড়ি ছুরির কোপ বসছিল তখন কোথায় ছিল করিনা কাপুর? দুর্ঘটনার পর তিনি কী করছিলেন সেই ভিডিয়ো এবার এল সামনে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পতৌদির পুত্রের বাড়িতে ডাকাতির চেষ্টা, শুধু তাইই নয় ছুরি দিয়ে হামলা সইফ আলি খানের উপর। এ যেন দুঃস্বপ্ন! বুধবার রাতে এক অজ্ঞাত ব্যক্তি সইফ আলি খানের মুম্বাইয়ের বাড়িতে ঢুকে তাঁর উপর ছুরি দিয়ে হামলা করে। এই হামলায় সইফের ৬ জায়গায় আঘাত লাগে। রাত সাড়ে তিনটেয় লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় সইফকে। তিন ইঞ্চির একটি ধারাল অস্ত্র বের করা হয় অস্ত্রোপচার করে।
লীলাবতী হাসপাতালের সিওও ডাক্তার নীরজ উত্তামনি জানিয়েছেন, বান্দ্রায় নিজের বাড়িতে রাত ২টো নাগাদ হামলার শিকার হয়েছেন সইফ। সইফকে মোট ৬ বার ছুরি দিয়ে কোপানো হয়েছে। এর মধ্যে দুটি ক্ষত গভীর। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। একটি কোপ সইফের মেরুদণ্ডের একেবারে কাছে, যা গভীর। তাঁকে নিউরো সার্জেন ও কসমেটিক সার্জেন অপারেশন করেছেন।
এদিকে মধ্যরাতে যে সময় অভিনেতার উপর হামলা হয়, তার কিছুক্ষণ আগেই হাউস পার্টিতে মেতেছিলেন স্ত্রী, অভিনেত্রী করিনা কাপুর খান। হামলার কিছুক্ষণ আগেই ইনস্টাগ্রামে হাউস পার্টির ছবি শেয়ার করেছিলেন করিনা। সেখানে উপস্থিত ছিলেন দিদি করিশ্মা কাপুর, অভিনেত্রী সোনম কাপুর ও বন্ধু রিয়া কাপুর। হাউস পার্টির পর মদ্যপানের ছবি পোস্ট করেছিলেন করিশ্মা কাপুর। ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি এরকম ভয়ংকর কিছু ঘটতে পারে।
সইফের উপর হামলার ঘটনার পরেই করিনা কাপুরকে বান্দ্রার বাড়ির নিচে পায়চারি করতে দেখা গেল করিনাকে। ঢিলেঢালা টি-শার্ট আর ট্রাউজারে উদ্বিগ্ন মুখে ঘুরে বেড়াতে দেখা গেল। উদভ্রান্তের মতো এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটছেন। বারংবার মোবাইলে চোখ রাখছেন। বাড়ির স্টাফেদের সঙ্গে কথা বলছেন। স্ত্রী করিনা কাপুর এবং সন্তানরা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে পরিবারের তরফে।
করিনা কাপুরের পক্ষ থেকে তাঁর টিম একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, 'গত রাতে সইফ আলি খান এবং করিনা কাপুরের বাড়িতে চুরির চেষ্টা করা হয়েছিল। সইফের হাতে আঘাত লেগেছে, যার চিকিৎসার জন্য তিনি হাসপাতালে আছেন। পরিবারের বাকি সদস্যরা সুস্থ আছেন। আমরা মিডিয়া এবং ভক্তদের ধৈর্য ধরার এবং কোনও ধরনের জল্পনা না করার অনুরোধ করছি। কারণ পুলিশ তদন্ত শুরু করেছে। চিন্তা করার জন্য আপনাদের ধন্যবাদ।' বান্দ্রা পুলিস বর্তমানে তিনজন কর্মীর জিজ্ঞাসাবাদ করছে, যাদের মধ্যে একজন আহত।
আরও পড়ুন, Popular Actor's Death: দুঃসংবাদ! মাত্র ৩০ বছরেই প্রয়াত জনপ্রিয় অভিনেতা সুদীপ...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)