Saif attacker: সিম তুলতে 'খুকুমণি'র আধার! সইফ কাণ্ডে ধৃত শরিফুলের চাঞ্চল্যকর বাংলা যোগ...
Saif Attacker: বাংলায় থাকার সময় সে নিজের ভুয়ো আধার কার্ড তৈরির চেষ্টাও করেছিল। বাংলাদেশে তার নামে রয়েছে একাধিক ক্রিমিনাল রেকর্ড।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সইফের উপর হামলাকারীর সঙ্গে চাঞ্চলকর বাংলা যোগ! শ্চিমবঙ্গের বাসিন্দা এক ব্যক্তির কাছ থেকে আধার কার্ড নিয়েই তোলে এখনকার সিমকার্ড। ধৃতকে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য। পুলিস সূত্রে খবর, জেরায় ধৃত জানিয়েছে যে, ডাউকি নদী পেরিয়ে মেঘালয় দিয়ে ভারতে ঢোকে বাংলাদেশে একাধিক অপরাধে অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলাম ওরফে বিজয় দাস। ভারতে সে নিজেকে বিজয় দাস বলে নাম-পরিচয় দেয়।
৭ মাস আগে ভারতে আসে শরিফুল। তারপর কিছু সপ্তাহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘোরে। 'খুকুমণি জাহাঙ্গীর শেখ' নামে বাংলার বাসিন্দা এক ব্যক্তির আধার কার্ড সে ব্যবহার করে। তাই দিয়ে সিম তোলে। সেই সিম ব্যবহার করে বাংলাদেশে নিজের পরিবারের সঙ্গে কথাও বলে। বাংলায় থাকার সময় সে নিজের ভুয়ো আধার কার্ড তৈরির চেষ্টাও করেছিল। কিন্তু সেই চেষ্টায় সে ব্যর্থ হয়। এরপরই চাকরির খোঁজে পাকাপাকিভাবে মুম্বইয়ে চলে যায় ধৃত বিজয়। সেখানে গিয়ে অমিত পান্ডে নামে এক লেবার কনট্রাক্টরের সাহায্যে সে ওরলি ও থানে এলাকায়ভিন্ন পাব ও হোটেলে হাউসকিপিং কাজে যোগ দেয়।
বলি তারকার উপর হামলার তিনদিন পর গত রবিবার ভোরে, মহারাষ্ট্রের থানে থেকে গ্রেফতার করা হয় শরিফুলকে। হামলাকারী ধৃত মহম্মদ শরিফুল জেরায় প্রথমে নিজেকে কলকাতার বাসিন্দা বলেও দাবি করে। তারপর তার বাংলাদেশি পরিচয় সামনে আসে। জানা যায় বাংলাদেশে তার নামে রয়েছে একাধিক ক্রিমিনাল রেকর্ড। বাংলাদেশে একাধিক খুনের আসামি এই শরিফুল! সাজা থেকে বাঁচতেই ভারতে পালিয়ে আসে ধৃত শরিফুল।
বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি ধৃত শরিফুল ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে রয়েছে একাধিক খুনের মামলা, চুরি ছিনতাইয়ের একাধিক অভিযোগ। বহুদিন এলাকা ছেড়ে আত্মগোপনে ছিল সে। পরিবারের সঙ্গেও কোনও যোগাযোগ ছিল না। ভারতে এসে সিম তুলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তার বাজেয়াপ্ত ফোন থেকে সেই নাম্বার মেলে। সেই নাম্বারে ফোন করতেই ধৃতের ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয় পুলিসের। আর তাতেই তার বাংলাদেশি পরিচয়ে শিলমোহর পড়ে।
আরও পড়ুন, Bangladesh: বড় বিপদের মুখে বদলের বাংলাদেশ, দেশের অর্থনীতির উপর ঝুলছে ৫ ঝুঁকির খাঁড়া!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)