সলমনের কৃষ্ণসার হত্যা মামলার শুনানি আজ
রাজস্থানে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ে গিয়ে কৃষ্ণসার হত্যা করেছিলেন সলমন খান। তারপর কেটে গিয়েছে এক দশকেরও বেশি সময়। অবশেষে মুম্বই আদালতে আজ সেই মামলার শুনানি।
ওয়েব ডেস্ক: রাজস্থানে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ে গিয়ে কৃষ্ণসার হত্যা করেছিলেন সলমন খান। তারপর কেটে গিয়েছে এক দশকেরও বেশি সময়। অবশেষে মুম্বই আদালতে আজ সেই মামলার শুনানি।
কৃষ্ণসার হত্যার অপরাধে অভিযুক্ত হওয়ায় তাঁকে ইতিমধ্যেই ৫ বছরের সাজা শুনিয়েছে ট্রায়াল কোর্ট। এই মুহূর্তে জামিনে মুক্ত রয়েছেন তিনি। গত ২৭ অগাস্ট সলমন আদালতে একটি এফিডেভিট জমা দেন। যাতে সলমন বলেছিলেন তিনি ভারতের সর্বোচ্চ করদাতাদের অন্যতম। তাই কাজের প্রয়োজনে তাঁকে যেন বিদেশে যেতে দেওয়া হয়। কৃষ্ণসার হত্যা মামলা ছাড়াও সলমনের বিরুদ্ধে চলছে বারো বছরের পুরনো হিট অ্যান্ড রান কেস।
সেই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য হয়েছে আগামী ১২ সেপ্টেম্বর।