হিট অ্যান্ড রান মামলায় দোষী সলমন

মুম্বইয়ের হিট অ্যান্ড মামলায় দোষী সব্যস্ত হলেন সলমন খান। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা চলছিল। দোষী সব্যস্ত হওয়ায় ১০ বছর পর্যন্ত হাজতবাস হতে পারে সলমনের।

Updated By: Jul 24, 2013, 11:53 AM IST

মুম্বইয়ের হিট অ্যান্ড মামলায় দোষী সব্যস্ত হলেন সলমন খান। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা চলছিল। দোষী সব্যস্ত হওয়ায় ১০ বছর পর্যন্ত হাজতবাস হতে পারে সলমনের।
তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪(২) ধারায় অনিচ্ছাকৃত খুন, ২৭৯ ধারায় অবহেলাক্রমে খুন ও ৩৩৭, ৩৩৮, ৪২৭ ধারায় মামলা চলছিল। এগারো বছরের পুরনো এই মামলার রায় শোনাতে আজ তাঁকে সেসন জজ ইউ বি হেজিবের সামনে হাজিরা দিতে বলা হয়েছিল। ধুসর শার্ট ও কাল ট্রাইজারে এ দিন আদালতে আসেন সলমন।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর রাতে সলমনের ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বান্দ্রার একটি বেকারির সামনের ফুটপাথে সজোরে ধাক্কা মারে। ফুটপাথে ঘুমিয়ে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হন আরও ৪ জন।

.