'ভারতের আইন ছাড় দিলেও আমরা শাস্তি দেব', খুনের হুমকি সলমন খানকে

মহিলাদের সম্মান দিতে শিখুন বলে পরামর্শ সলমনকে

Updated By: Sep 25, 2019, 02:11 PM IST
'ভারতের আইন ছাড় দিলেও আমরা শাস্তি দেব', খুনের হুমকি সলমন খানকে

নিজস্ব প্রতিবেদন: কৃষ্ণসার হরিন হত্যা মামলা যেন পিছু ছাড়ছে না সলমন খানের। কৃষ্ণসার হত্যা মামলায় সলমনকে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বর্তমানে জামিনে রয়েছেন সলমন খান। জামিনে থাকাকালীনই এবার ফের খুনের হুমকি দেওয়া হল বলিউডের 'ভাইজানকে'।

আরও পড়ুন : সলমনের সঙ্গে সম্পর্ক? মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া
রিপোর্টে প্রকাশ, পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন সপু পার্টির (sopu) তরফে হুমকি দেওয়া হয়েছে। ওই ছাত্র সংগঠনের ফেসবুকের দেওয়ালে ফলাও করে সলমনকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে খবর। 
জানা যাচ্ছে, সপু পার্টি নামে ওই সংগঠনের তরফে সলমনকে হুমকি দিয়ে ১৬ সেপ্টেম্বর ফেসবুকে একটি পোস্ট করা হয়। যেখানে সলমনকে হুমকি দেওয়া হয়, ভারতবর্ষের আইন অনুযায়ী আপনি ছাড় পেতে পারেন কিন্তু বিষ্ণোই সমাজ এবং সপু পার্টি আপনাকে শাস্তি দেবে। প্রাণী হত্যা বন্ধ করুন। মহিলাদের সম্মান দিতে শিখুন। গরীবদের সাহায্য করুন। নেশা বন্ধ করুন বলে হুমকি দেওয়া হয় বলিউড সুপারস্টারকে।

আরও পড়ুন : ​কেউ বিভাজিকা দেখতে চান, কেউ মাপতে চান শরীর, বিস্ফোরক সুরভিন
সপু পার্টির তরফে ওই হুমকির পরই সলমন খানের নিরাপত্তা আরও জোরদার করা হয়। ডিসিপি ধর্মেন্দ্র যাদব জানান, সলমন খানের নিরাপত্তার জন্য সব রকমের ব্যবস্থা করা হয়েছে। চিন্তা করার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেন পুলিস আধিকারিক।

আরও পড়ুন : সংসার ত্যাগ করলেন? শিবভক্ত হয়ে নাগা সাধুর বেশ নিলেন সইফ আলি খান!
কৃষ্ণসার হত্যা মামলায় সম্প্রতি সলমন খানকে খোলাখুলি হুমকি দেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। যদিও লরেন্স কিছুই করতে পারবেন না। সলমন খানের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মুম্বই পুলিসের তরফে। ছেলের নিরাপত্তার নিয়ে মুম্বই পুলিসের উপর গভীর আস্থা রয়েছে বলে জানান সলমনের বাবা সেলিম খান।

.