মুক্তি পেতে চলেছে `শাংঘাই`

শুক্রবার মুক্তি পাচ্ছে দিবাকর ব্যানার্জির বহু প্রতিক্ষীত `শাংঘাই`। কিছু কাটছাঁট করার পর, অবশেষে, U/A সার্টিফিকেট নিয়েই রিলিজ করবে এই ছবি। বোর্ডের সিইও, পঙ্কজ ঠাকুর জানিয়েছেন, একটি মাত্র দৃশ্য বাদে ছবিটিতে আপত্তিকর কিছুই ধরা পড়েনি।

Updated By: Jun 7, 2012, 05:51 PM IST

শুক্রবার মুক্তি পাচ্ছে দিবাকর ব্যানার্জির বহু প্রতিক্ষীত `শাংঘাই`। কিছু কাটছাঁট করার পর, অবশেষে, U/A সার্টিফিকেট নিয়েই রিলিজ করবে এই ছবি। বোর্ডের সিইও, পঙ্কজ ঠাকুর জানিয়েছেন, একটি মাত্র দৃশ্য বাদে ছবিটিতে আপত্তিকর কিছুই ধরা পড়েনি।
ভগৎ সিং ক্রান্তি সেনা অবশ্য ইতিমধ্যেই ছবিটির একটি গানের (ভারত মাতা কি জয়...) বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে। যদিও গানটি যথারীতি এর মধ্যেই সুপারহিট। কোর্টও অবমাননাকর কিছু না মেলায় `শাংঘাই`-এর মুক্তির উপর নিষেধাজ্ঞার আর্জি খারিজ করে দিয়েছে।
অভয় দেওল, ইমরান হাসমি, কল্কি কোয়েচলিন অভিনীত `শাংঘাই`, দিবাকর ব্যানার্জির চতুর্থ ভেঞ্চার। এর আগের তিনটি ছবি, `খোসলা কা ঘোসলা`, `ওয়ে লাকি লাকি ওয়ে` এবং `লভ সেক্স অউর ধোকা` প্রত্যেকটিই চিত্র সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

.