বন্ধুর মৃত্যুর পর বিধ্বস্ত! থেরাপি নিতে হচ্ছে সঞ্জয়-কন্যা ত্রিশলাকে

নিজেই জানান ত্রিশলা 

Edited By: জয়িতা বসু | Updated By: Jul 2, 2020, 06:09 PM IST
বন্ধুর মৃত্যুর পর বিধ্বস্ত! থেরাপি নিতে হচ্ছে সঞ্জয়-কন্যা ত্রিশলাকে
সঞ্জয় দত্তের সঙ্গে ত্রিশলা দত্ত

নিজস্ব প্রতিবেদন : মাত্র ৮ বছর বয়সে মাকে হারিয়েছেন। মাকে হারানোর পর সেই ধাক্কা তো কখনও কাটিয়ে উঠতেই পারেননি, উলটে এবার হারান তাঁর জীবনের অন্যতম প্রিয় মানুষকে। বন্ধুর মৃত্য়ুর পর এক বছর পর এবার নিজের জীবনের দুঃখ কষ্ট যেন উগরে দিলেন সোশ্যাল সাইটে। সঞ্জয় দত্তের প্রথম পক্ষের মেয়ে ত্রিশলা দত্তের ওই পোস্ট দেখে চখে জল নেট জনতারও।

আরও পড়ুন :  গুগলে নিজের নাম সার্চ করে পড়েন একাধিক খবর, আত্মহত্যার আগে গানও শোনেন সুশান্ত!

২০১৯ সালে মৃত্যু হয় ত্রিশলা দত্তের ইতালিয়ান বন্ধুর। জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলে বন্ধুর মৃত্যুর পর মন্তব্য করেন ত্রিশলা। বন্ধুর মৃত্যুর এক বছর পর এবার ত্রিশলা জানান, তাঁকে থেরাপি নিতে হয়। জীবনের অন্যতম প্রিয় মানুষের মৃত্যুর পর মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। ফলে বন্ধুর মৃত্যুর পর গত এক বছর ধরে তাঁকে ক্রমাগত থেরাপি নিতে হয় বলে জানান সঞ্জয় দত্তের মেয়ে।

আরও পড়ুন :  কীসে ভয় পেতেন সুশান্ত? রিয়া কি কিছু লুকোচ্ছেন পুলিসের কাছ থেকে?

প্রসঙ্গত, মা রিচা শর্মার মৃত্যুর পর থেকেই মার্কিন মুলুকে দিদা-দাদুর কাছেই বড় হন ত্রিশলা।

.