হৃত্বিক রোশনই কি সইফের মেয়ের প্রথম নায়ক?
পরিচালক করণ মালহোত্রাকে চেনেন নিশ্চয়ই? আর চিনবেন নাই বা কেন। তাঁর পরিচালনায় যোধা আকবর এবং মাই নেম ইস খান তো দেখে ফেলেছেন। আবার বলিউড জার্নিটাও শুরু করেছিলেন হৃত্বিক রোশনের সঙ্গে অগ্নিপথ দিয়ে। সেই হৃত্বিক-করণ জুটি ফের পর্দায় ঝড় তুললে চলেছে। তবে এবার সঙ্গে রয়েছেন আরও একজন।
![হৃত্বিক রোশনই কি সইফের মেয়ের প্রথম নায়ক? হৃত্বিক রোশনই কি সইফের মেয়ের প্রথম নায়ক?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/13/72927-hrithik-13-12-16.jpg)
ওয়েব ডেস্ক: পরিচালক করণ মালহোত্রাকে চেনেন নিশ্চয়ই? আর চিনবেন নাই বা কেন। তাঁর পরিচালনায় যোধা আকবর এবং মাই নেম ইস খান তো দেখে ফেলেছেন। আবার বলিউড জার্নিটাও শুরু করেছিলেন হৃত্বিক রোশনের সঙ্গে অগ্নিপথ দিয়ে। সেই হৃত্বিক-করণ জুটি ফের পর্দায় ঝড় তুললে চলেছে। তবে এবার সঙ্গে রয়েছেন আরও একজন।
সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খানের বলিউডে অভিষেক হতে চলেছে। তাও আবার তাঁর বিপরীতে কে থাকছেন জানেন? বলিউডের হ্যান্ডসাম নায়ক হৃত্বিক রোশন। হৃত্বিক-সারা জুটি পর্দায় কতটা জমে এখন শুধু সেটাই দেখার অপেক্ষা।