Shah Rukh Khan Viral Video: বয়স ভুলেছেন স্ত্রীর! সাংবাদিক বৈঠকের মাঝেই শাহরুখকে ধমক গৌরীর...
Shah Rukh Khan-Gauri Khan: সর্বসমক্ষে স্ত্রীয়ের বয়স ভুল বলে ফেললেন শাহরুখ। তারপর তা সামলাতে আরও বেফাঁস কথা। শাহরুখের কথায় উঠল হাসির রোল, তবে সবার সামনেই শাহরুখকে ধমক দিলেন গৌরী। ঝড়ের গতিতে ভাইরাল ভিডিয়ো।
Shah Rukh Khan, Gauri Khan, Bollywood, Mannat, Interior Designer, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গৌরী খানের কফি টেবিল বুক 'মাই লাইফ ইন ডিজাইন'-এর লঞ্চ অনুষ্ঠানে এসেছিলেন শাহরুখ খান। তিনি জানান, কীভাবে গৌরী নিজের কাজ নিজেই শুরু করেছিলেন। শাহরুখ বলেন, যদিও তিনি তাঁকে সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু গৌরী খান তা গ্রহণ করেননি। শাহরুখ খান যখন তাঁর স্ত্রী ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানের বয়স নিয়ে বলেন যে ৪০-এ নতুন কেরিয়ার শুরু করেছিলেন গৌরী, তখনই সাংবাদিক বৈঠকে তাঁকে শুধরে দেন স্ত্রী। সেটা নিয়ে মজাও শুরু করে দেন শাহরুখ। নেটপাড়ায় ভাইরাল সেই ভিডিয়ো।
আরও পড়ুন- Anupam Roy: প্রশ্মিতার প্রেমে পড়েছেন অনুপম রায়? টলিউডে জোর গুঞ্জন...
ঐ ইভেন্টে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে শাহরুখ খান বলেন, ‘যারা ছোট থাকতে নিজেদের স্বপ্ন সত্যি করতে পারেননি তাঁরা জানবেন সৃজনশীল হওয়ার স্বপ্ন যেকোনও বয়সে সত্যি হতে পারে। বয়স কোনও পার্থক্য তৈরি করে না। যে কোনও বয়স থেকেই শুরু করতে পারেন। আমার মনে হয়, গৌরীর শুরুটা চল্লিশের মাঝামাঝি সময়ে’। এরপরেই শাহরুখ যখন গৌরীর দিকে তাকালেন, তখন গৌরী শাহরুখকে শুধরে দিয়ে বললেন, তিনি 40 বছর বয়সে কাজ শুরু করেছেন।
পরিস্থিতি দেখে শাহরুখ খানিক মুখ বেঁকালেন আর হেসে বললেন, ‘৪০? ওহ, মাত্র ৪০। তার বয়স এখন ৩৭ বছর। আমাদের পরিবারে আমাদের বয়স পিছিয়ে যাচ্ছে। তাই ৪০ বছর বয়সে তিনি এমন একটা সময়ে তা করতে শুরু করেছিলেন, যখন আমি এমনকী তাঁকে বলেছিলাম, 'শোন, আমার কি সাহায্য করা উচিত? আমার কিছু বন্ধু আছে, আমরা কি তাঁদের সঙ্গে কথা বলতে পারি?' গৌরী বলল, 'না'। লোয়ার পারেলে ১০ ফুট বাই ২০ ফুটের দোকান দিয়ে শুরু করেছিল ও। তখন ও নিজের মতো করে কাজ করত এবং যা করত, তা করে যেত।’
এদিন মন্নত নিয়েও কথা বলেন শাহরুখ। তিনি বলেন, ‘মন্নতই গৌরীর প্রথম প্রজেক্ট। আমরা মন্নত কিনে তো নিয়েছিলাম কিন্তু সেটা ফার্নিস করার মতো টাকা আমাদের কাছে ছিল না। আমরা এক ডিজাইনারকে ডেকেছিলাম। তারপর লাঞ্চ খেতে খেতে তিনি আমাদের শোনালেন কীভাবে তিনি সাজাবেন। আর তার জন্য যে টাকাটা তিনি চাইলেন সেটা আমার এক মাসের রোজগারের থেকেও বেশি। তখন আমরা ভাবলাম যে বাড়ি তো কিনে নিয়েছি। এবার সাজাব কী করে? ’
‘তখন আমি গৌরীকে বললাম, তোমার শৈল্পিক চিন্তাভাবনা আছে। তুমিই তাহলে এই হাউজের ডিজাইনার হয়ে যাও। এভাবেই মন্নতের জার্নি শুরু হয়। যে টাকা আমরা আজীবন রোজগার করি তা ছোট ছোট জিনিসের বেরিয়ে যায়। একবার আমাদের কাছে অল্প টাকা ছিল, আমরা একটা লেদারের সোফা কিনেছিলাম। আমরা সমস্ত ছোটখাটো জিনিস কিনতাম।’