Shakib Khan Controversy: ‘ধর্ষণের অভিযোগ মিথ্যে’, আইনি ব্যবস্থা নিতে মধ্যরাতে থানায় শাকিব খান, ফেরাল পুলিস...
Shakib Khan Controversy: শনিবার রাত ১১ নাগাদ ঢাকা শহরের গুলশান থানায় হাজির হল সুপারস্টার শাকিব খান। রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে থানায় হাজির হন তিনি। তবে তাঁর মামলা নিতে রাজি হননি ঐ থানার পুলিস। মামলাটি তাঁকে আদালতে দায়ের করার পরামর্শ দেয় পুলিস।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শাকিব খানকে নিয়ে বিগত ৩ দিন ধরে উত্তাল বাংলাদেশ সিনে জগত। শাকিব খানের বিরুদ্ধে সহ প্রযোজককে ধর্ষণ থেকে শুরু করে চুক্তিভঙ্গ সহ একাধিক একাধিক বিস্ফোরক অভিযোগ করেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহ। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় খবর। এই ঘটনার পরে মীমাংসার পথ খুঁজতে একটেবিলে বসলেন শাকিব ও প্রযোজক। এক ঘণ্টা ধরে চলে সেই আলোচনা। তবে সমস্যার সমাধান না হলেও শাকিব খান প্রযোজককে ২ কোটি টাকা ফিরিয়ে দিতে রাজি হয়ে যায়। এরপর হঠাৎ এই গল্পে আসে নয়া মোড়। শনিবার শাকিব খান বলেন যে, তার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা। এ কারণে তিনি ভুয়া প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন।
শনিবার রাত ১১ নাগাদ ঢাকা শহরের গুলশান থানায় হাজির হল সুপারস্টার শাকিব খান। রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে থানায় হাজির হন তিনি। তবে তাঁর মামলা নিতে রাজি হননি ঐ থানার পুলিস। মামলাটি তাঁকে আদালতে দায়ের করার পরামর্শ দেয় পুলিস। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরমান আলি শাকিব খানকে বলেন, ‘আপনার ইস্যু বিগ ইস্যু, কিন্তু মামলা নেওয়া যাবে না। বিষয়টা যেহেতু শাকিব খান তাই আমার এখন অনেকের সঙ্গে কথা বলতে হবে। আমি ঊর্ধ্বতন কারও সঙ্গে কথা না বলে এ মামলা নিতে পারব না। যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে তাই কারও সঙ্গে কথা বলা সম্ভব না। আমি মামলা নিতে পারব না। আর মামলা নেই নাই— এটা চাইলে কারও কাছে অভিযোগ করতে পারেন আমার বিরুদ্ধে।’
শাকিব খানের আইনজীবীর দাবি, তাঁদের মামলা জামিন যোগ্য তাই সেই মামলাটি ইচ্ছে করলেই থানা নিতে পারত। জামিন অযোগ্য মামলা থানা নিতে পারে না, তা আদালতে দায়ের করতে হয়। তবে এক্ষেত্রে এই মামলাটি ইচ্ছে করেই থানা নেয়নি। তিনি বলেন, ‘থানায় সেবা পাওয়া পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। আমার মক্কেলেরও সে অধিকার ছিল। মানুষ বিপদে পড়ে থানায় যায়। আমরাও সে কারণে গিয়েছিলাম। কিন্তু থানা থেকে আমাদের অভিযোগ গ্রহণ না করে, তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে, আদালতে গিয়ে মামলা করার কথা বলে তিনি বেরিয়ে পড়েন।’
প্রায় ১ ঘণ্টা থানায় অপেক্ষা করছিলেন শাকিব। এরপর থানা থেকে বের হয়ে রাত সাড়ে ১২টায় সাংবাদিকদের শাকিব খান বলেন, ‘রহমত উল্ল্যাহ সিনেমার ঘাড়ে বন্দুক রেখে টাকা দাবি করেছেন। কাল আমি মামলা করতে আদালতে যাব। অস্ট্রেলিয়ায় আমার বিরুদ্ধে মামলা হলে তো সেখান থেকে চলে আসতে পারতাম না। রহমত উল্ল্যাহ নামে যিনি ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করছেন তিনি আসলে এ ছবির আসল প্রযোজক নন। সিনেমাটির আসল প্রযোজক হচ্ছেন ভারটেক্স মিডিয়ার জানে আলম। যা চুক্তিপত্রেও লিখিত আছে। বানোয়াট মিথ্যাচার করেছেন তিনি। অনেক লোক এতে জড়িত। সেই লোকেরা তাঁকে ইন্ধন দিয়েছেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা। এ কারণে আমি ভুয়া প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’