ইন্সটাগ্রামের '৬০ লাখি পুরুষ' বলা হয় যাকে
বিউন বায়েক হিয়ুন। জন্ম ৬ মে, ১৯৯২। দক্ষিণ কোরিয়ার গায়ক-অভিনেতা বিউন বায়েক হিয়ুনই হলেন ইন্সটাগ্রামের '৬০ লাখি পুরুষ'। গোটা বিশ্বের কাছে তিনি বায়খিয়ুন নামেই বেশি পরিচিত।
ওয়েব ডেস্ক: বিউন বায়েক হিয়ুন। জন্ম ৬ মে, ১৯৯২। দক্ষিণ কোরিয়ার গায়ক-অভিনেতা বিউন বায়েক হিয়ুনই হলেন ইন্সটাগ্রামের '৬০ লাখি পুরুষ'। গোটা বিশ্বের কাছে তিনি বায়খিয়ুন নামেই বেশি পরিচিত।
EXO (২০১২ সাল থেকে), EXO-K ( ২০১২ সাল থেকে), SM Town (২০১১ সাল থেকে)-এই তিন মিউজিক গ্রুপের সঙ্গে যুক্ত বিউন বায়েক হিয়ুন। 'কল মি বেবি' (২০১৫), 'লাভ মি রাইট' (২০১৫), উল্ফ-দ্য লেজেন্ড বিগিন্স (২০১৪), সিং ফর ইউ (২০১৫) এই গানগুলো সঙ্গীতপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়।
এবার গানেই নয়, ইন্সটাগ্রামেও 'হিট লিস্টে' উঠে এলেন বিউন বায়েক হিয়ুন। এই গায়ক-অভিনেতা ইন্সটাগ্রাম ফলোয়ার এখন ৬০ লাখ।