Director's Son Death: মর্মান্তিক! ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় ১৮ বছর ছেলেকে হারালেন 'সন অফ সর্দার'-খ্যাত পরিচালক...

Ashwini Dheer: অজয় দেবগণের ছবি 'সন অফ সর্দার'-এর পরিচালক অশ্বিনী ধীর। এবার এক পথ দুর্ঘটনায় ছেলেকে হারালেন বলিউডের জনপ্রিয় পরিচালক অশ্বিনী ধীর। 

Updated By: Nov 27, 2024, 07:01 PM IST
Director's Son Death: মর্মান্তিক! ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় ১৮ বছর ছেলেকে হারালেন 'সন অফ সর্দার'-খ্যাত পরিচালক...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডে ফের দুঃসংবাদ। এক ভয়ংকর দুর্ঘটনায় ছেলেকে হারালেন বলিউডের জনপ্রিয় পরিচালক অশ্বিনী ধীর। বয়স মাত্র ১৮ বছর। ২৩ নভেম্বর ভোর রাতে মুম্বইয়ের এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান পরিচালকের ছেলে জলজ ধীর। স্বভাবতই পুত্রের মৃত্যুতে ভেঙে পড়েছেন ‘সন অফ সর্দার’খ্যাত পরিচালক। 

আরও পড়ুন- Aishwarya Rai Bachchan: 'আপস করবেন না', অভিষেকের সঙ্গে বিচ্ছেদের মাঝেই বার্তা ঐশ্বর্যর...

জানা যায় যে মুম্বইয়ের গোরেগাঁও ইস্টে জলজের বাড়িতে তিন বন্ধু ছিলেন। রাত ৩টে পর্যন্ত ভিডিও গেম খেলার পর খাবার জন্য ড্রাইভে বের হন তারা। খাবার খেতে বান্দ্রার সিদগি নামে এক জায়গায় থামেন। ভোর ৪টা ১০ মিনিটের দিকে গাড়িতে করে ফেরার জন্য রওনা দেন। এইসময় গাড়ি ড্রাইভ করছিলেন জলজের বন্ধু সাহিল। ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের ভিলে পার্লে পৌঁছনোর পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সাহিল। গাড়ি গিয়ে সজোরে ধাক্কা দেয় ডিভাইডারে।

চালকের আসনে থাকা সাহিল সেভাবে আহত না হলেও গুরুতর আহত হন জলজ। সেই দুর্ঘটনায় সাহিল ও জিমি অল্প আঘাত পান কিন্তু জলজ ও তাঁর আরেক বন্ধু সার্থক ভয়ংকর আহত হন। তড়িঘড়ি জলজকে নিয়ে যাওয়া হয় পূর্ব যোগেশ্বরীর ট্রমা হাসপাতালে। সেখান থেকে প্রাথমিক চিকিত্‍সা করে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জলজকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন- AR Rahman's Divorce: রহমানের সম্পত্তির ১০০০ কোটি পাবেন স্ত্রী সায়রা? খোরপোশ নিয়ে মুখ খুললেন আইনজীবী...

বাঁচানো যায়নি সার্থককেও। তাঁকে বান্দ্রার ভাবা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকেও মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জানা যায় যে গাড়ি চালানোর সময়ে মদ্যপ ছিলেন সাহিল। গাড়ির গতি ছিল ১২০-১৫০ কি.মি.। এরই মধ্যে মুম্বই পুলিস গ্রেফতার করেছে সাহিল ও জিমিকে। তারা মদ্যপ ছিলেন কিনা তা শনাক্ত করতে রক্তের স্যাম্পল নিয়েছে পুলিস।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.