সোনাক্ষির 'আকিরা' পছন্দ হল দর্শকদের?
সমালোচকরা নম্বর দিয়েছেন সোনাক্ষি সিনহার আকরি-কে। কিন্তু দর্শকরা! বক্স অফিস কী বলছে? দেখা যাচ্ছে প্রথম দিনে সেভাবে ব্যবসা না করলেও, রিলিজের আকিরার দ্বিতীয় দিনটা ভাল কাটল। যাতে ইঙ্গিত মিলল বড় হিট না হলেও হিট হতে পারে এ আর মুরুগাদোসের এই সিনেমা। প্রথম দিনে আকিরা ব্যবসা করেছিল ৫.১৫ কোটি।
![সোনাক্ষির 'আকিরা' পছন্দ হল দর্শকদের? সোনাক্ষির 'আকিরা' পছন্দ হল দর্শকদের?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/09/04/65065-aki.jpg)
ওয়েব ডেস্ক: সমালোচকরা নম্বর দিয়েছেন সোনাক্ষি সিনহার আকরি-কে। কিন্তু দর্শকরা! বক্স অফিস কী বলছে? দেখা যাচ্ছে প্রথম দিনে সেভাবে ব্যবসা না করলেও, রিলিজের আকিরার দ্বিতীয় দিনটা ভাল কাটল। যাতে ইঙ্গিত মিলল বড় হিট না হলেও হিট হতে পারে এ আর মুরুগাদোসের এই সিনেমা। প্রথম দিনে আকিরা ব্যবসা করেছিল ৫.১৫ কোটি।
আরও পড়ুন- একটি ভিডিও যা দেখেছেন প্রায় ১ কোটি মানুষ! আপনি দেখবেন না?
রিলিজের দিনের হতাশা ঝেড়ে আকিরা দ্বিতীয় দিনে ব্যবসা করে ৭.৫ কোটি টাকা। ৩০ কোটি টাকা বাজেটের এই সিনেমা স্যাটেলেট, গানের সত্ত্ব ও বিজ্ঞাপন বিক্রির মাধ্যমে ২২ কোটি টাকা তুলে ফেলেছে। তার মানে রিলিজের দু দিনের মধ্যে খরচের টাকা উঠে এসেছে। সমালোচকরা সোনাক্ষির প্রশংসা করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, শুক্রবারের ভারত বন্ধে আকিরার ব্যবসায় ক্ষতি হয়েছে।
আরও পড়ুন- গিনিস বুকে নাম উঠল সোনাক্ষীর, কিন্তু কেন