দাউদের সঙ্গে অনিল কাপুরের কী সম্পর্ক? শাহিনবাগ নিয়ে প্রশ্ন করায় আক্রমণের মুখে সোনম
জামিয়া মিলিয়ায় গুলি এবং শাহিনবাগে গুলি চালানোর ঘটনায় সম্প্রতি প্রতিবাদ করতে শুরু করেন বলিউড অভিনেত্রী
নিজস্ব প্রতিবেদন: স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপের পর সোনম কাপুর। জামিয়া মিলিয়ায় গুলি এবং শাহিনবাগে গুলি চালানোর ঘটনায় সম্প্রতি প্রতিবাদ করতে শুরু করেন বলিউড অভিনেত্রী। তার জেরেই এবার পালটা আক্রমণের মুখে পড়তে হল (Anil Kapoor) অনিল কাপুরের মেয়েকে।
আরও পড়ুন : বিয়ের গুঞ্জনের মাঝেই ভাইরাল নেহা কক্করের সঙ্গে আদিত্য নারায়ণের অন্তরঙ্গ ভিডিয়ো
অনিল কাপুরকে কেন (Dawood ibrahim) দাউদ ইব্রাহিমের সঙ্গে দেখা যাচ্ছে? নেটিজেনদের তরফে একটি ছবি শেয়ার করে সম্প্রতি এমনই প্রশ্ন ছুড়ে দেওয়া হয় সোনম কাপুরের দিকে। যার উত্তরে ক্ষেপে যান ভিরে দি ওয়েডিং অভিনেত্রী। তিনি বলেন, যে ছবি প্রকাশ করে অনিল কাপুরের সঙ্গে দাউদ ইব্রাহিমের সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হচ্ছে, তার আদতে কোনও ভিত্তি নেই।
Cricket se hain. Indian cricket se.
— Sonam K Ahuja (@sonamakapoor) February 3, 2020
He went to a Indian cricket match with krishna Kapoor ( who is also there) and was Phtographed with no knowledge of who was there. I hope god forgives you for hurting inccocents and creating hate.
— Sonam K Ahuja (@sonamakapoor) February 3, 2020
He went to a cricket match with raj kapoor and krishna Kapoor. And was in a box to see it. I think you need to stop pointing fingers and there are three that point back at you . I hope lord Ram can forgive you for being evil and spreading violence.
— Sonam K Ahuja (@sonamakapoor) February 3, 2020
This is something that I never imagined would happen in India. Stop this divisive dangerous politics. It fuels HATE. If you believe yourself to be a Hindu then understand that the religion is about Karma and dharma and this is not either of those. https://t.co/nAZcUX6p7o
— Sonam K Ahuja (@sonamakapoor) February 1, 2020
Anil Kapoor with, Great Indian Cricketer Dawood Ibrahim. pic.twitter.com/2JcIRQsD3f
— Ashish (@Liberals_ka_Bap) February 3, 2020
সোনম জানান, ভারতের ক্রিকেট ম্যাচ দেখতে ওইদিন মাঠে হাজির হন অনিল কাপুর। রাজ কাপুর এবং কৃষ্ণা রাজ কাপুরের সঙ্গে ওইদিন মাঠে গিয়েছিলেন তিনি। কিন্তু আচমকাই অনিল কাপুরের ছবি উঠে আসে সংবাদমাধ্যমে। কিন্তু দাউদের পাশে যে তিনি দাঁড়িয়ে রয়েছেন, তা কখনওই অনিল কাপুর খেয়াল করেননি বলে স্পষ্ট জানান সোনম। শুধু তাই নয়, দাউদ ইব্রাহিমের সঙ্গে তাঁর বাবার ছবি ফটোশপের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে বলেও পালটা দাবি করেন সোনম।
আরও পড়ুন : আদনানকে পদ্মশ্রী দেওয়ার অর্থ শহিদদের অপমান, ফুঁসে উঠলেন প্রবীণ তোগাড়িয়া
দিল্লির জামিয়া মিলিয়া এবং শাহিনবাগে গত কয়েক সপ্তাহ ধরে যে ঘটনা ঘটতে শুরু করেছে, তা ভারতে কখনও হতে পারে বলে কল্পনা করতে পারেন না। এসব করে দেশের মানুষের মধ্যে ঘৃণা ছড়াবেন না। আপনার কর্মের মাধ্যমেই ধর্মের পরিচয় পাওয়া যায়। সম্প্রতি এভাবেই কেন্দ্র ও হিন্দুত্ববাদীদের একাংশের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন সোনম। এরপরই অভিনেত্রীর বিরুদ্ধে সরব হন নেটিজেনদের একাংশ। (Sonam Kapoor) সোনম যেন ধর্ম নিয়ে কাউকে জ্ঞান দিতে না আসেন বলে মন্তব্য করা হয় অভিনেত্রীকে পালটা তোপ দাগতে। আবার কখনও তাঁকে জিজ্ঞাসা করা হয়, আপনি তো সুর চড়াচ্ছেন কড়াভাবে কিন্তু দাউদের সঙ্গে আপনার বাবার কী সম্পর্ক, এবার সেটা দেশের মানুষের সামনে খোলসা করুন। এরপরই সোনম স্পষ্ট উত্তর দেন দাউদ ইব্রাহিমের পাশে দাঁড়ানো অনিল কাপুরের ছবি নিয়ে।
দিল্লির জামিয়া মিলিয়া থেকে (JNU) জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মুখ খুলতে শুরু করেন বলিউডের একের পর এক সেলেব। কখনও অনুরাগ কাশ্যপ আবার কখনও স্বরা ভাস্কর, ফারহান আখতার, শাবানা আজমিরা মুখ খুলতে শুরু করেন (CAA) নাগরিকত্ব সংশোধানী আইনের বিরুদ্ধে।