কৃষক আন্দোলনের মাঝেই আসছে Sonu-র 'কিষাণ', প্রশংসা অমিতাভের
ট্যুইট করে কিষাণের ঘোষণা করেন তরণ আদর্শও
নিজস্ব প্রতিবেদন : কৃষক আন্দোলনের মধ্যেই এবার আসছে 'কিষাণ'। কৃষকদের নিয়ে নতুন ছবি করতে চলেছেন সোনু সুদ। ই নিওয়াস এবং রাজ শান্ডিল্যর পরিচালনায় কৃষকদের নিয়ে নতুন ছবি করতে চলেছেন সোনু। নিজের ট্যুইটার হ্যান্ডেলে সোনু সুদ একটি স্টেটাস শেয়ার করেন। সেখানেই কিষাণের ঘোষণা করেন অভিনেতা। ফিল্ম সমালোচক তরণ আদর্শও কিষাণ নিয়ে সোনুর নতুন ছবির বিষয়ে ঘোষণা করেন।
তরণ আদর্শের ট্যুইটের পরই সোনু সুদের (Sonu Sood) পরের সিনেমা কিষাণকে শুভেচ্ছা জানান অমিতাভ বচ্চন। নিজে ট্যুইট করেই সোনু সুদদের শুভেচ্ছা জানান বিগ বি। অমিতাভের ট্যুইট দেখে তাঁকে পালটা ধন্যবাদ জানান সোনু সুদ।
আরও পড়ুন : তারকাদের কাছের বন্ধু, ভারতের 'ভ্যাকসিন-ম্যান' আদর পুনাওয়ালার স্ত্রীকে চেনেন?
দেখুন...
T 3773 - All good wishes to film #Kisaan , directed by #ENiwas and acted by @SonuSood ..
— Amitabh Bachchan (@SrBachchan) January 4, 2021
IT’S OFFICIAL... SONU SOOD IN #KISAAN... #SonuSood will head the cast of #Kisaan... Directed by E Niwas... Raaj Shaandilyaa - who made his directorial debut with #DreamGirl - will produce the film... Balance cast will be announced shortly. pic.twitter.com/5MTpWHHKNb
— taran adarsh (@taran_adarsh) January 4, 2021
এদিকে কৃষক আন্দোলন (Farmers Protest) নিয়ে যখন গোটা দেশ জুড়ে জোর চর্চা শুরু হয়েছে, সেই সময় দিলজিৎ দোসাঞ্জকে একের পর এক আক্রমণের মুখে পড়তে হয়। যার জেরে দিলজিৎ নিজেকে ভারত সরকারের একজন করদাতা হিসেবে চিহ্নিত করেন এবং কেন্দ্রের দেওয়া প্ল্যাটিনাম সার্টিফিকেট প্রকাশ্যে আনেন। দেশভক্ত বলে চিৎকার করলেও কেউ ভক্ত হয়ে যায় না, তার জন্য পরিশ্রম করতে হয় বলেও মন্তব্য করেন দিলজিৎ।
আরও পড়ুন : জল্পনা বাড়িয়ে রাজনীতিতে যোগ দিলেন Saif Ali Khan?
প্রসঙ্গত কৃষক আন্দোলনকে সমর্থন করে দিলজিৎ যখন প্রকাশ্যে ট্যুইট করতে শুরু করেন, সেই সময় তার বিরোধিতা করেন কঙ্গনা রানাউত। এমনকী, কৃষকদের তাতিয়ে দিয়ে দিলজিৎ কোথায় গেলেন বলেও প্রশ্ন তোলেন কঙ্গনা। এরপরই দিলজিৎ-এর পাশে দাঁড়ান প্রিয়াঙ্কা চোপড়া। গুজ নিউজ অভিনেতাকে সমর্থনের পাশাপাশি স্বরা ভাস্করও কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁদের আন্দোলনকে সমর্থন জানাতে শুরু করেন।