ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে সম্মানিত সৌমিত্র চট্টোপাধ্যায়
ফ্রান্সের সর্বোচ্চ সম্মানের সঙ্গেই আন্তর্জাতিক কলকাতা বই মেলা উদ্যোক্তাদের পক্ষ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয় 'জীবন ব্যাপী স্মৃতি সম্মান'ও। বই মেলা উদ্যোক্তাদের পক্ষ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়কে এই সম্মান প্রদান করেন ত্রিদিব চট্টোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ঁ দ্য নর পেলেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ কলকাতায় বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে এই সম্মান প্রদান করেন ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদুত।
আরও পড়ুন- শ্রীকান্ত মোহতার সঙ্গে কোনও কালে কোনও ‘লাভ অ্যাঙ্গেল’ ছিল না, স্পষ্ট জানালেন নুসরত
এর আগে এই সম্মানে সম্মানিত হয়েছিলেন অভিনেতা শিবাজি গণেশ, অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান। চতুর্থ অভিনেতা হিসেবে লিজিয়ঁ দ্য নর পেলেন বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এর আগে অস্কার জয়ী চিত্র পরিচালক সত্যজিত রায়, গ্র্যামি পুরস্কার জয়ী সঙ্গীত শিল্পী পণ্ডিত রবিশঙ্কর এবং নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও এই সম্মান প্রদান করা হয়। উল্লেখ্য, ১৮০২ সালে নেপোলিয়ন বোনাপার্ট সর্বপ্রথম লিজিয়ঁ দ্য নর সম্মান প্রদান চালু করেন।
আরও পড়ুন- সিং না কাপুর, কোন বাড়ির বউমা হবেন দীপিকা, টানাপোড়েন দুই রণবীরের
ফ্রান্সের সর্বোচ্চ সম্মানের সঙ্গেই আন্তর্জাতিক কলকাতা বই মেলা উদ্যোক্তাদের পক্ষ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয় 'জীবন ব্যাপী স্মৃতি সম্মান'ও। বই মেলা উদ্যোক্তাদের পক্ষ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়কে এই সম্মান প্রদান করেন ত্রিদিব চট্টোপাধ্যায়।
আরও পড়ুন- রাজপুতদের বীরগাথা আঁকড়ে আজও অমলিন পদ্মিনীর সেই চিতোরগড় দুর্গ
Inauguration of the 42nd International Kolkata Book Fair at Central Park Mela Complex, Karunamoyee, Salt Lake. pic.twitter.com/qvjtH1vFT3
— Kolkata Police (@KolkataPolice) January 30, 2018